Uluberia: দোলের দিন প্রথম দেখা, দু’দিনের মাথায় বিয়ে! খবর পেয়েই নাবালিকার সঙ্গে ‘বরকে’ থানায় তুলে আনল পুলিশ

Supradeep Mondal | Edited By: জয়দীপ দাস

Mar 18, 2025 | 3:20 PM

Uluberia: সোমবার রাতে উলুবেড়িয়ার কুলগাছিয়া থেকে আটক করা হয় বাইশ বছরের ওই যুবককে। সে পেশায় রাজমিস্ত্রী। স্থানীয় সূত্রে খবর, দোলের দিন বন্ধুদের সঙ্গে তারকেশ্বরে গিয়েছিল ২২ বছরের ওই যুবক। সেখানেই চন্ডীতলার বাসিন্দা ১৬ বছরের ওই দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে তাঁর পরিচয়।

Uluberia: দোলের দিন প্রথম দেখা, দু’দিনের মাথায় বিয়ে! খবর পেয়েই নাবালিকার সঙ্গে ‘বরকে’ থানায় তুলে আনল পুলিশ
রাতেই হোমে পাঠানো হয় নাবালিকাকে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

উলুবেড়িয়া: দোলের দিন প্রথম দেখা। এক দেখাতেই ভাললাগা, প্রেম। কিন্তু, গল্পের তখনও অনেক বাকি। বিয়ের প্রস্তাবও দিয়ে দেয় যুবক। সায় দেয় নাবালিকা। মেনে নেয় বাড়ির লোকেরা। দু’দিনের মধ্যে বিয়ের আয়োজনও হয়ে যায়। রবিবার বিয়ের আসরও বসে। কিন্তু, শেষ পর্যন্ত সেই খবর চলে যায় পুলিশের কানে। ভেস্তে যায় বিয়ে। আটক করা হয় যুবককে। বিয়ের আসর থেকেই নাবালিকাকে পাঠানো হয় হোমে। এমনই চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হুগলির তারকেশ্বরে। শেষ পর্যন্ত উলুবেড়িয়া থেকে আটক ‘হবু’ বর। 

সোমবার রাতে উলুবেড়িয়ার বাড়ি থেকে আটক করা হয় বাইশ বছরের ওই যুবককে। সে পেশায় রাজমিস্ত্রী। স্থানীয় সূত্রে খবর, দোলের দিন বন্ধুদের সঙ্গে তারকেশ্বরে গিয়েছিল ২২ বছরের ওই যুবক। সেখানেই চন্ডীতলার বাসিন্দা ১৬ বছরের ওই দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে তাঁর পরিচয়। পরিচয়ের কিছু সময়ের মধ্যে বিয়ের প্রস্তাবও দিয়ে দেয়। সায় দেয় মেয়েটিও। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, রবিবার মেয়েটি বাড়ি ছেড়ে উলুবেরিয়ায় চলে আসে। এলাকারই একটি মন্দিরে গোপনে বিয়ে করে। বাড়িতে জানাজানি হলে সামাজিক রীতিনীতি মেনে বিয়ের ব্যবস্থা করা হয় পরিবারের তরফে। 

সূত্রের খবর, সোমবার যখন বিয়ের আসর বসে তখন খবর চলে যায় উলুবেড়িয়া থানার পুলিশের কাছে। উলুবেরিয়া বিডিও অফিসের কর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ হানা দেয় বিয়ের আসরে। ঘটনাস্থলে যান সমাজকল্যাণ দফতরের আধিকারিকরাও। ছেলে এবং মেয়েকে আটক করে থানায় নিয়ে আসা হয়। কম বয়সে বিয়ে হলে কী ক্ষতি হতে পারে তা বোঝানো হয় পরিবারের সদস্যদের। রাতেই মেয়েটিকে হোমে পাঠানো হয়।