হুগলি: ফের করোনা (COVID-19) আক্রান্তের দেহ ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে পড়ে থাকার অভিযোগ। বার বার আবেদন সত্ত্বেও কারও সাহায্য মেলেনি বলে অভিযোগ মৃতের পরিবারের। পরে স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের উদ্যোগে দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোঘাটের শ্রীপুরে।
এলাকার বাসিন্দা সুজলা দাস চৌধুরী (৪৭)। কিছুদিন আগে তাঁর করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে শরীরে জ্বর ছাড়া আর বিশেষ কোনও সমস্যা না থাকায় বাড়িতেই ছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। রাতের দিকে কোনওরকম সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোক স্বাস্থ্য দফতরে খবর দেয়। যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গেও। অভিযোগ, স্বাস্থ্য দফতর কিংবা প্রশাসন কেউই কোনও সাহায্য করেনি।
আরও পড়ুন: এগিয়ে আসছে না কেউ, কোভিড আক্রান্ত আইআইটি কর্মীর নিভৃতবাস মাঠেই
পরে গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সৈয়দ মকবুল হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান। পাশাপাশি তিনি যোগাযোগ করেন আরামবাগের এসডিও নৃপেন্দ্র সিংয়ের সঙ্গে। এসডিও-এর নির্দেশেই মৃতের বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছয়। প্রায় ছ’ ঘণ্টা মৃতদেহ পড়ে থাকার পর এক পঞ্চায়েত সমিতির কর্মী ও স্থানীয় দু’ তিন জন বাসিন্দা পিপিই কিট পরে কামারপুকুর ব্লক গ্রামীণ হাসপাতালে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করে। গোঘাট-২ ব্লকের বিডিও-এর অবশ্য দাবি, তিনি খবর পেয়ে নিজে গিয়েছিলেন এলাকায়। সময়মতই সমস্ত ব্যবস্থা করা হয়েছে।