
হুগলি: জেলার বুকে অ্য়ামাজনের ‘বিপ্লব’। কিন্তু কোন জেলা? খোদ হুগলিতে। সেখানেই বিরাট ওয়্যারহাউজ লিজ় নিয়েছে ই-কমার্স সংস্থা ‘অ্যামাজন ইন্ডিয়া’। হুগলির বুকে এটা প্রথম নয়। গোটা জেলায় শ্রীরামপুর থেকে ডানকুনি পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো একাধিক ই-কমার্স সাইটের ওয়্যারহাউজ। মূলত, এগুলি থেকে গোটা রাজ্যে নানা পণ্য ডেলিভারি করে থাকে তারা।
তা হলে অ্যামাজন কীভাবে করল বিপ্লব?
সম্পত্তি রেজিস্ট্রেশন ও রিয়েল এস্টেট সংস্থা প্রপস্ট্যাক তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, এই ওয়্যারহাউজের স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বড়। যার জন্য কয়েকশো কোটি টাকা খরচও করতে চলেছে ই-কমার্স সংস্থা অ্যামাজন।
𝐀𝐦𝐚𝐳𝐨𝐧 𝐬𝐢𝐠𝐧𝐬 20-𝐲𝐞𝐚𝐫 𝐥𝐞𝐚𝐬𝐞 𝐟𝐨𝐫 5.6 𝐥𝐚𝐜 𝐬𝐟𝐭 𝐟𝐮𝐥𝐟𝐢𝐥𝐥𝐦𝐞𝐧𝐭 𝐜𝐞𝐧𝐭𝐫𝐞 𝐢𝐧 𝐇𝐨𝐨𝐠𝐡𝐥𝐲
In one of the largest warehousing transactions in eastern India, Amazon Seller Services has picked up over 559,000 sft of space at a fulfillment center… pic.twitter.com/Cvce7qh43D
— Propstack (@PropstackIndia) September 4, 2025
প্রপস্ট্যাক প্রদত্ত তথ্য অনুযায়ী, হুগলির বুকেই ৫.৬ লক্ষ স্কোয়ারফুটের একটি বিরাট ওয়্যারহাউজ ভাড়া নিয়েছে অ্য়ামাজন। আগামী ২০ বছরের জন্য সেখান থেকে নিজেদের ডেলিভারির কাজ চালাবে তারা। যার জন্য তাদের মাসিক ভাড়াই গুনতে হবে ১ কোটি ২৬ লক্ষ টাকা। অর্থাৎ ২০ বছরের হিসাবে ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৪৩০ কোটি টাকা। যা মোটেই স্বাভাবিক নয়। আর নতুন ওয়্য়ারহাউজ খোলার অর্থ শুধুই সংস্থার ‘বাহবা’ নয়, কর্মসংস্থানও।
তবে চুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির পর ওয়্যারহাউজের লিজ় সংক্রান্ত নথিপত্র তুলে দেওয়া হবে অ্যামাজন ইন্ডিয়ার হাতে। যাতে বলা হয়েছে, পাঁচ বছরের লক-ইন-পিরিয়ড-সহ মোট ২০ বছরের জন্য ওই ওয়্যারহাউজ অ্যামাজনের হাতে তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি, এই ওয়্যারহাউজের জন্য সিক্যিউরিটি ডিপোজিট হিসাবে ৭ কোটি টাকা জমা করতে হবে অ্যামাজনকে এবং প্রতি তিন বছর অন্তর ভাড়া বাড়বে ১২ শতাংশ করে।