আমডাঙা: জলাশয়ের পাশে সাজানো অবস্থায় রয়েছে সরকারি গাছ। আর সেই গাছ চুরির অভিযোগ। শাসকদলের মদতেই চুরি হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দারা। আমডাঙার সাধনপুর পঞ্চায়েতের গজবন্দ গ্রামের মাঠের ঘটনা।
জানা গিয়েছে, প্রায় ওই এলাকায় প্রায় ১৫ বিঘা জলাশয় বিশিষ্ট ঝিল রয়েছে। সেই ঝিলের চারিদিকে লাগানো রয়েছে বড় বড় গাছ। মূলত, জলাশয়ের শোবা বাড়ানোর জন্যই সরকারি এই গাছগুলিকে লাগানো হয়েছে। আর গাছগুলির পরিচর্যা করে থাকে আমডাঙা ব্লক প্রশাসন। আর সেই গাছ অবাধে চুরি হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। যদিও, গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না স্থানীয় পঞ্চায়েত প্রধান অলোক বাগের। তাঁর দাবি বিষয়টি খতিয়ে দেখতে বিডিওকে জানানো হয়েছে।
আসাদুল্লা মণ্ডল নামে এক বাসিন্দা বলেন, “যাঁরা এই গাছ কাটছে তারা বারবার বলছে আমাদের গাছ কাটতে বলা হয়েছে অঞ্চল থেকে। তাই কাটছি। ক্ষমতায় যারা আছে তাদের মদতে কাটছে।” আইনুল মণ্ডল বলেন, “এখানে তৃণমূলের লোকজনই এই সব করছে। বিডিও কিছু করছে না। তৃণমূলের লোকজন এই গাছ কেটে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছ।”
অপরদিকে, খবর পেয়ে আমডাঙার গজবন্দ গ্রামে মাঠে ঝিলে পৌঁছে গাছ চুরি বন্ধ করতে বদ্ধ পরিকর আমডাঙার বিডিও নবকুমার দাস। তিনি বলেন, “গাছ কাটা রুখতে আমরা যথার্থ চেষ্টা করব। সরকারি সম্পত্তি রক্ষা করা আমাদের দায়িত্ত্ব। যে কোনও মূল্যে সরকারি সম্পত্তি রক্ষা করতে মরিয়া বিডিও।”