AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: ‘ওর গায়ে নখ দিয়ে খামচে দেওয়ার দাগ…’, রাত পর্যন্ত চলত ভিডিয়ো কল, প্রীতম-অভির সেই ‘প্রেম’ই কাল হল!

Hooghly: মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাস পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পান্ডুয়ার রবীন্দ্রপল্লীর বাসিন্দা অভি ঘোষ আর কাজি মহল্লার বাসিন্দা কুশল ঘোষকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ।

Hooghly: 'ওর গায়ে নখ দিয়ে খামচে দেওয়ার দাগ...', রাত পর্যন্ত চলত ভিডিয়ো কল, প্রীতম-অভির সেই 'প্রেম'ই কাল হল!
হুগলির মৃত তরুণImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 4:35 PM
Share

পাণ্ডুয়া: বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর ফেরেননি তরুণ। প্রায় ২৪ ঘণ্টা পর বাড়িতে পৌঁছয় খবর। রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে ১৯ বছরের তরুণের দেহ। আর সেই ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। খুন বলেই দাবি তরুণের পরিবারের। সমকামী সম্পর্কের জেরেই খুন! এমনই ইঙ্গিত দিচ্ছেন তরুণের দিদি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণ প্রীতম দাস(১৯)-এর বাড়ি হুগলির পাণ্ডুয়ার রওজা পাড়ায়। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণ। বন্ধুদের সঙ্গে মহানাদ যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি।

পরের দিন ভোরে ব্যান্ডেল জিআরপি ওই তরুণের মৃতদেহ উদ্ধার করে। পান্ডুয়া আর খন্যানের মাঝে রেললাইন থেকে উদ্ধার হয় দেহ। উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। বৃহস্পতিবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এই ঘটনার পর মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাস পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন। প্রীতমের দুই বন্ধু অভি ঘোষ ও কুশল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে পান্ডুয়ার রবীন্দ্রপল্লীর বাসিন্দা অভি ঘোষ আর কাজি মহল্লার বাসিন্দা কুশল ঘোষকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, প্রীতমদের আদিবাড়ি দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকায়। গত কয়েক বছর ধরে পান্ডুয়ায় দাদুর বাড়িতে থাকতেন তাঁর মা ও দুই বোন। সেখানে যাওয়া-আসা করতেন প্রীতম।

প্রীতমের মাসতুতো দিদি রিয়া কুন্ডু জানান, প্রীতম নাচের শো করতেন। অভি ডিজে বাজতেন। তাঁদের দু’জনের গভীর বন্ধুত্ব ছিল। গত প্রায় তিন মাস ধরে অভির জন্যই পান্ডুয়াতেই ছিলেন প্রীতম। অনেক রাত পর্যন্ত তাঁরা দুজন ভিডিয়ো কলে কথা বলতেন। তাঁদের মধ্যে সমকামী সম্পর্ক ছিল বলেই সন্দেহ প্রীতমের দিদির। তাঁর কথায়, অভি-র প্রতি দুর্বলতা ছিল প্রীতমের। দুজনের অভিমান হত, ঝগড়াও হত। প্রীতমকে নখ দিয়ে খামচে দেওয়ার দাগও দেখেছিলেন দিনি। ইদানিং নাকি প্রীতমকে সহ্য করতে পারছিলেন না অভি। সেই কারণেই প্রীতমকে খুন করা হয়ে থাকতে পারে বলে দাবি প্রীতমের দিদির।

হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে রেললাইন থেকে। তাঁর পরিবারের তরফে পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে। পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে।