Hooghly, Mid-Day Meal: স্কুলে মিড-ডে মিল রান্না করতে গিয়ে ‘বিস্ফোরণ’
বিপদমুক্ত নন দুই মিড-ডে মিল কর্মী, যারা সেই সময় উপস্থিত ছিলেন রান্নাঘরে, ব্যস্ত ছিলেন রান্নার জোগাড়ের
গ্যাসে বসানো ছিল ডাল। দুপুরে স্টিলের থালায় ভাতের পাতে পড়ার কথা ছিল গরম ডাল আর ঘুগনি। শান্তিনগর বিবেকানন্দনগর জি এস এফ পি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড-ডে মিল আজ আর জুটল না। কারণ ডালসেদ্ধ বসানো প্রেসার কুকার ফেটে গিয়েছে। ঘটনা হুগলি জেলার পান্ডুয়ার। ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সুস্থ থাকলেও বিপদমুক্ত নন দুই মিড-ডে মিল কর্মী, যারা সেই সময় উপস্থিত ছিলেন রান্নাঘরে, ব্যস্ত ছিলেন রান্নার জোগাড়ের। তৎক্ষণাৎ তাঁদের নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। বিস্তারিত জানালেন প্রধান শিক্ষিকা। দেখুন ভিডিয়ো