Hooghly: ব্যবসায়ীরা এবার কোন পথে হাঁটবেন? আলু নিয়ে এবার কোন সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির?
Hooghly: কৌশলে রাজ্য সরকারকে চাপে ফেলতে চেয়েছিল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকরা। তবে সরকারের সিদ্ধান্তের পরে ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকরা কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।
হুগলি: ভিন রাজ্যে আলু রফতানিতে জারি আছে নিষেধাজ্ঞা। সোমবারের বৈঠকে কাটেনি জট। রাজ্য সাফ জানিয়ে দিয়েছে ভিন রাজ্যে আলু রফতানি করা যাবে না বাংলার কথা ভেবে। ব্যবসায়ীরা কী করবে? তা বৈঠলে ঠিক হবে বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি।
চলতি বছরে এই নিয়ে দু’বার কর্মবিরতির পথে হাঁটল আলু ব্যবসায়ীরা। দাবি একটাই, ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা তুলতে হবে এবং রাজ্যের সীমানায় পুলিশই জুলুম বন্ধ করতে হবে। আলুর দাম কমানোর ব্যাপারে লাগাতার সরকারি চাপের মুখে পরে গত ২২ শে জুলাই কর্মবিরতির পথে হেঁটেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
সেবার রাজ্য ও ব্যবসায়ী সমিতির সমঝোতায় কর্মবিরতি তুলে নিয়েছিল আলু ব্যবসায়ী সমিতি তবে এবার রাজ্য কোনও সমঝোতার পথেই হাঁটেনি, সরাসরি ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি রেখেছে। দ্বিতীয়বারের জন্য আজ কর্ম বিরতির প্রথম দিন ৫০০ টির উপর হিমঘর বন্ধ। কতদিন এই ধর্মঘট চলবে তা এখনও অজানা।
কৌশলে রাজ্য সরকারকে চাপে ফেলতে চেয়েছিল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকরা। তবে সরকারের সিদ্ধান্তের পরে ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকরা কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।
তবে রাজ্য সরকার এবং ব্যবসায়ীদের এই টানাপোড়েনে নাজেহাল সাধারণ মানুষ হিমঘর বন্ধ থাকলে খোলা বাজারে আলুর দাম হু হু করে চড়বে। পাশাপাশি বাজারে মজুত আলু চড়া দামে বিক্রি করবে অসাধু ব্যবসায়ীরা, যার দায় এসে পড়বে সাধারণ মানুষের ঘাড়ে।