WB Govt: এবার মিলবে ‘বকেয়া’! পশ্চিমবঙ্গকে অবিলম্বে বরাদ্দ টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ সংসদে
WB Govt: রিপোর্টে দাবি করা হয়েছে যে ওই বকেয়ার জেরেই রাজ্যের গ্রামোন্নয়নে ব্যাপক প্রভাব পড়ছে, ধাক্কা খাচ্ছে রাজ্যের গ্রামীণ অর্থনীতি। এছাড়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে।

নয়া দিল্লি: বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য বারবার তৃণমূলকে দরবার করতে দেখা গিয়েছে দিল্লিতে। গত কয়েক বছরে এই বিষয়ে কথা বলতে দিল্লি ছুটে গিয়েছেন রাজ্যের শাসক দলের শীর্ষনেতারা। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের জন্য় আশার খবর।বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ করল সংসদের গ্রামোন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি।
১০০ দিনের কাজ সহ যে সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বকেয়া রয়েছে, সেই সব টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। যে অর্থবর্ষ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে, সেই বছর বাদে বাকি বছরের টাকা অবিলম্বে দেওয়া হোক বলে উল্লেখ করা হয়েছে।
ওই কমিটিতে তৃণমূলের যে সব সদস্যরা রয়েছেন, তাঁরা আগেই তথ্য সহ একটি রিপোর্ট পেশ করেছেন। কমিটিকে বোঝানো হয় যে কীভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। সেই রিপোর্টে আরও দাবি করা হয় যে ওই বকেয়ার জেরেই রাজ্যের গ্রামোন্নয়নে ব্যাপক প্রভাব পড়ছে, ধাক্কা খাচ্ছে রাজ্যের গ্রামীণ অর্থনীতি। এছাড়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে। সেই রিপোর্টের ভিত্তিতে এবার বরাদ্দ টাকা দিয়ে দেওয়ার সুপারিশ করেছে স্ট্যান্ডিং কমিটি।
তবে, স্ট্যান্ডিং কমিটির সুপারিশ মানতে বাধ্য নয় কেন্দ্রীয় মন্ত্রক। তবে সুপারিশের পর কেন্দ্র কী পদক্ষেপ করে, সেদিকেই থাকবে নজর। তবে, কেন্দ্র বারবারই বঞ্চনার অভিযোগ উড়িয়ে দিয়েছে আগে।





