Student Missing: ‘বাবার প্রত্যাশা পূরণ করতে পারিনি, সফল হয়ে ফিরব’, চিঠি লিখে ঘর ছাড়ল ভদ্রেশ্বরের ছাত্র

Hooghly: ভদ্রেশ্বরের ছাত্র পুষ্পল বসু সোমবার সকালে স্কুলে যাওয়ার নাম করে বেরোয়। বাবা সৌগত বসু জানান, নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ছেলে বাড়ি ফেরেনি। এরপর স্কুলে যোগাযোগ করেন। তখনই জানতে পারেন, ছেলে স্কুলেই যায়নি এদিন।

Student Missing: 'বাবার প্রত্যাশা পূরণ করতে পারিনি, সফল হয়ে ফিরব', চিঠি লিখে ঘর ছাড়ল ভদ্রেশ্বরের ছাত্র
চিঠি লিখে ঘর ছাড়ল ছাত্র। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 8:23 AM

হুগলি: বাবার প্রত্যাশা পূরণ করতে না চিঠি লিখে বাড়ি ছাড়ল দশম শ্রেণির ছাত্র। চিঠিতে লিখেছে, প্রতিষ্ঠিত হয়েই সে বাড়িতে ফিরে আসবে। চন্দননগর বৌবাজার এলাকার বাসিন্দা সৌগত বসুর একমাত্র ছেলে পুষ্পল বসু। মানকুণ্ডু ভাকুন্ডার একটি বেসরকারি স্কুলে সে পড়ে। পুষ্পলের মা মারা গিয়েছে ১০ বছর হয়ে গেল। বাবাই তাঁর সমস্ত কিছু। মা হারা ছেলেকে ভাল রাখতে বাবাও ত্রুটি রাখেন না। এরইমধ্যে ছেলের এমন সিদ্ধান্তে ভেঙে পড়েছেন সৌগতবাবু। থানা পুলিশ করছে সোমবার বিকেল থেকে।

ভদ্রেশ্বরের ছাত্র পুষ্পল বসু সোমবার সকালে স্কুলে যাওয়ার নাম করে বেরোয়। বাবা সৌগত বসু জানান, নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ছেলে বাড়ি ফেরেনি। এরপর স্কুলে যোগাযোগ করেন। তখনই জানতে পারেন, ছেলে স্কুলেই যায়নি এদিন। এরপর ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানান।

সৌগত বসুর কথায়, “সকালে ছেলে স্কুলে বেরোয়। সময়মতো বাড়ি ফিরছে না দেখে ফোন করি। কিন্তু ও বারবার ফোন কেটে দিচ্ছিল। পরে জানতে পারি স্কুলে যায়নি। এক বন্ধুকে বলেছে ও চলে যাচ্ছে। একটা চিঠিও লিখেছে। সেখানে লেখা ‘ভাল কিছু করার জন্য আমি যাচ্ছি। আমি আগে ভাল কিছু করব, তারপর বাড়িতে ফিরব’।”

পুষ্পলের এক আত্মীয় অনিরুদ্ধ দাসের কথায়, “সকাল ৮টায় স্কুলে যায় পুষ্পল। ৩টে বেজে গেলেও ফেরেনি। দাদা ফোন করলে ফোন ধরেনি। এরপর স্কুলে খোঁজ করে জানতে পারি স্কুলেই যায়নি। থানায় গিয়ে ডায়েরি করেছি। চিঠিতে লেখা দেখলাম, ‘বাবা আমার জন্য অনেক কিছু করেছে। তবে বাবার প্রত্যাশা পূরণ করতে পারছি না। তাই চলে যাচ্ছি। তিন চার বছর পর সফল হয়ে ফিরব’। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নিয়ে গিয়েছে। যদিও আমরা তা ব্লক করে দিয়েছি।”