Uttarpara: এত স্মৃতিভরা বাড়ি! পরপর ৪ বার একই ঘটনা পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে
Bula Chowdhury: গত ১৫ অগস্ট তাঁর বাড়িতে চুরি হয়েছিল 'পদ্মশ্রী' রেপ্লিকা সহ একাধিক মূল্যবান সামগ্রী। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে। মেডেল ও চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই বাড়িতে হানা দিল চোর! এবার জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে সর্বস্ব লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

উত্তরপাড়া: হ্যাটট্রিক করার পরও থামছে না চোর। ফের সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি! ফের চুরির ঘটনা পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে। গত ১৫ অগস্ট তাঁর বাড়িতে চুরি হয়েছিল ‘পদ্মশ্রী’ রেপ্লিকা সহ একাধিক মূল্যবান সামগ্রী। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে। মেডেল ও চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই বাড়িতে হানা দিল চোর!
পুলিশ পাহারা থাকা সত্বেও আবার একই একদায় চুরি। জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে সর্বস্ব লুটে নিলো চোরের দল। যদিও রাতে পুলিশ পাহারা দেয় বলে জানিয়েছেন বুলা চৌধুরী তারপরেও কি করে চুরি তাই নিয়ে উঠছে প্রশ্ন। এই নিয়ে চারবার চুরি হল বুলা চৌধুরীর হুগলির হিন্দমোটরের ‘সুন্দর বাড়ি’তে।।
এবার জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে সর্বস্ব লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বুলা চৌধুরী বলেন, “ভাইয়ের বাড়িতে পুজো ছিল, তাই এসেছিলাম। ঘরে ঢুকে দেখি তছনছ অবস্থা। উপর-নীচে তালা দেওয়া ছিল। নীচের ঘরের একটা কাঠের জানলা ভেঙে গ্রিল কেটে ঘরে ঢুকেছে। আলমারি ভেঙেছে। পুলিশি পাহারার ব্যবস্থা ছিল। তা সত্ত্বেও কীভাবে এই চুরি হল বুঝতেই পারছি না।”
ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার আইসি। তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাক্তন সাঁতারুর বাড়ি ও উত্তরপাড়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।
