21 July: শহিদ দিবসে ‘মনটা আমাদের খারাপ’, একুশের মঞ্চে যাওয়ার আগে মদ্য-মাংসেই উদযাপন

Subrata Banerjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 21, 2024 | 5:38 PM

21 July: রবিবারের সকালে ধর্মতলায় শহিদ সমাবেশে যোগদান করতে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল।  হাওড়া ব্রিজ,  ফেরিঘাট, হাওড়া স্টেশন এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল। বেলা গড়াতে ভিড় বাড়তে থাকে এতটাই যে দ্বিতীয় সেতু থেকেই অনেক গাড়ি ঘোরাতে বাধ্য হয়েছে।

21 July: শহিদ দিবসে মনটা আমাদের খারাপ, একুশের মঞ্চে যাওয়ার আগে মদ্য-মাংসেই উদযাপন
মদ-মাংসে উদযাপন
Image Credit source: TV9 Bangla

Follow Us

 হাওড়া: একুশে জুলাই। তৃণমূল শহিদ স্মরণ। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সঙ্গে আজকের দিনের একুশের জুলাইয়ের কয়েকশো যোজন পার্থক্য। আজকের একুশে জুলাই গোটা বাংলা জুড়ে ধরা পড়ে এক অন্যই ছবি। রাজপথের মাঝে ‘ফিস্টি’, মাংস রান্না করে ভোজ, কোথাও আবার ডিজে-র সঙ্গে ভোজপুরী গান বাজিয়ে নাচ। এই ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। আর এবার মদ্যপান করে গানবাজনায় শহিদ স্মরণ। সে ছবিও ধরা পড়ল সাঁতরাগাছি বাস টার্মিনাসে।

রবিবারের সকালে ধর্মতলায় শহিদ সমাবেশে যোগদান করতে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল।  হাওড়া ব্রিজ,  ফেরিঘাট, হাওড়া স্টেশন এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল। বেলা গড়াতে ভিড় বাড়তে থাকে এতটাই যে দ্বিতীয় সেতু থেকেই অনেক গাড়ি ঘোরাতে বাধ্য হয়েছে। কারণ তাঁরা বুঝতে পেরে যান, নির্দিষ্ট সময়ের মধ্যে আর ধর্মতলা পৌঁছতে পারবেন না তাঁরা।

ফলে মন খারাপ হয় অনেক কর্মীদেরই। বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের বাস রাখার ব্যবস্থা হয়েছিল সাঁতরাগাছি বাস ট্রার্মিনালে। এবং সেখানেই দুপুরের খাওয়ার জন্য রান্না বান্না করতে হয়েছে। সেখানেই দেখা গেল, উৎসবের মেজাজে আসরে মদের ফোয়ারা ছোটাচ্ছেন অনেকে। কেউ গাড়ির নীচে বসে, কেউ আবার প্রকাশ্যে বসে মদ্যপান করছেন। অথচ তাঁরাই নাকি শহিদ তর্পণে বেরিয়েছিলেন।

তবে সংবাদমাধ্যমের ক্যামেরা দেখা মাত্রই মুখ লোকালেন তাঁরা। আবার এমনও দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, নেশার পুরো বুঁদ, কথাও বলতে পারছেন না তাঁরা।

Next Article