Abhisekher Doot: লোকসভার আগে ২৪X৭ কাজ, পুজোতেই মাঠে নেমে পড়ল অভিষেকের দূতেরা

Subrata Banerjee | Edited By: জয়দীপ দাস

Oct 15, 2023 | 10:02 AM

Abhisekher Doot: অভিষেকের দূতের আনুষ্ঠানিক উদ্বোধনে এসে শনিবার এ কথাই জানান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে অরূপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সদরের সংসদ প্রসুন বন্দোপাধ্যায়, শিবপুরের বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

Abhisekher Doot: লোকসভার আগে ২৪X৭ কাজ, পুজোতেই মাঠে নেমে পড়ল অভিষেকের দূতেরা
দেওয়া হল নতুন পোশাক
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হাওড়া: আগে ছিল দিদির দূত, এবার ময়দানে অভিষেকের দূত। লোকসভা নির্বাচনের আগে নতুন করে জনসংযোগে যোগ দিতে অভিনব কর্মসূচি নিয়ে ফেলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। খবরটা শোনা গিয়েছিল কয়েকদিন আগেই। এবার রাজ্যের মধ্যে প্রথম সেই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল হাওড়া থেকে। কাজ শুরু হল তৃণমূল যুব কংগ্রেসের হাত ধরে। জনসংযোগের জন্য শুরুতেই তাঁদের মূল হাতিয়ার হতে চলেছে এবারের দুর্গাপুজো। 

সূত্রের খবর, হাওড়ার আটটি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি দুর্গাপূজার মণ্ডপে দুই সদস্যের অভিষেকের দূতের ভলেন্টিয়াররা সর্বদা প্রস্তুত থাকবেন মানুষের নানান দরকারে। যে কোনও সমস্যায় পড়লে বাড়িয়ে দেবেন সাহায্যের হাত। উৎসবের সময়ে আগামী একমাস সাতদিন ২৪ ঘণ্টাই তাঁরা এই পরিষেবা দিয়ে আসবে। সোজা কথায় রাতদিন এক করে তাঁরা মানুষের সেবায় ব্রতী হবেন। 

অভিষেকের দূতের আনুষ্ঠানিক উদ্বোধনে এসে শনিবার এ কথাই জানান রাজ্যের মন্ত্রী অরূপ রায়। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে অরূপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সদরের সংসদ প্রসুন বন্দোপাধ্যায়, শিবপুরের বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ তৃণমূল জেলা যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। যে সমস্ত ভলান্টিয়াররা এই কাজ করবেন তাঁদের হাতে এদিন বিশেষ পোশাকও তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগে দিদিকে বলো কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল রাজ্যে। পরবর্তীতে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দিদির দূত নিয়েও দেখা গিয়েছিল উন্মাদনা। একইসঙ্গে চর্চা চলেছিল এক ফোনে অভিষেক নিয়েও। এখন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে সামনে রেখে তৃণমূলের এই নয়া কর্মসূচি মানুষের মধ্যে কতটা জনপ্রিয়তা পায় এখন সেটাই দেখার। 

Next Article