Howrah: ছাদের রেলিংয়ে সুন্দর করে রাখা জুতো, বইয়ের ব্যাগ; বেলুড়ে কলেজ ছাত্রীর কী হল?

Howrah student died: বেলুড়ের ৩ নম্বর করালি চরণ রায়চৌধুরী রোডের এক বহুতলের বাসিন্দা বিএসসি'র ছাত্রী শিপ্রা সিংহ। সোমবার দুপুরে বেলুড় গিরিশ ঘোষ রোডের একটি বহতলে এক শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিলেন তিনি। পড়া শেষে তিনি ওই বহুতলের ছাদ থেকে আচমকাই নিচে পড়ে যান।

Howrah: ছাদের রেলিংয়ে সুন্দর করে রাখা জুতো, বইয়ের ব্যাগ; বেলুড়ে কলেজ ছাত্রীর কী হল?
কী বলছে পুলিশ?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 20, 2026 | 12:01 AM

বেলুড়: বহুতলের ছাদের রেলিংয়ের উপর পড়ে রয়েছে জুতো। রাখা আছে বইয়ের ব্যাগও। আর ওই বহুতলের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। ঘটনাটি কেন্দ্র করে শোরগোল পড়ল হাওড়ার বেলুড়ে। মৃত কলেজ ছাত্রীর নাম শিপ্রা সিংহ (১৯)। তিনি অসাবধানতাবশত বহুতলের ছাদ থেকে পড়ে গিয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, তা নিয়ে জল্পনা বেড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বেলুড়ের ৩ নম্বর করালি চরণ রায়চৌধুরী রোডের এক বহুতলের বাসিন্দা বিএসসি’র ছাত্রী শিপ্রা সিংহ। সোমবার দুপুরে বেলুড় গিরিশ ঘোষ রোডের একটি বহতলে এক শিক্ষিকার কাছে পড়তে গিয়েছিলেন তিনি। পড়া শেষে তিনি ওই বহুতলের ছাদ থেকে আচমকাই নিচে পড়ে যান। ছাদের রেলিংয়ে পরিপাটি করে রাখা তাঁর জুতো আর বইয়ের ব্যাগ।

ঘটনার খবর পেয়ে আসে বেলুড় থানার পুলিশ। ছাদের রেলিংয়ে রাখা জুতো দেখে পুলিশের প্রাথমিক ধারণা, ওই কলেজ ছাত্রী আত্মঘাতী হয়েছে। যদিও অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে তারা। এই নিয়ে পুলিশ এখনই মুখ খুলতে চাইছে না। তাদের বক্তব্য, ছাদ থেকে নিচে পড়ে ওই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এর বেশি এখনই কিছু বলা যাবে না বলে এক অফিসার জানান।

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, পড়াশোনার অত্যধিক চাপের কারণে ওই কলেজ ছাত্রী আত্মহত্যা করতে পারেন। জানা গিয়েছে, বছর দুয়েক আগে মৃতার ছোট বোন অসুস্থ হয়ে মারা যায়। সেই কারণে শিপ্রা এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মৃত ছাত্রীর পরিবারের লোকজন এ বিষয়ে কথা বলতে চাননি।