Howrah: এক কানে দুল পরে স্কুলে আসায় বকাবকি, ছাত্র যে এমন করবে ভাবতেও পারেননি শিক্ষাকর্মী

Howrah: স্কুলের প্রধান শিক্ষক স্বদেশ কুমার গিরি জানিয়েছেন, ওই ছাত্রটি স্কুলের শৃঙ্খলা মেনে চলে না। এমনকি নিয়মিত স্কুলের পোশাক পরে স্কুলে আসে না। কানে ফ্যাশনেবল দুল পরে আসে। বারবার বললেও সে শোনেনি। তাকে বারণ করাতেই শিক্ষাকর্মীকে মারধর করে।

Howrah: এক কানে দুল পরে স্কুলে আসায় বকাবকি, ছাত্র যে এমন করবে ভাবতেও পারেননি শিক্ষাকর্মী
এই স্কুলের শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগ ছাত্রের বিরুদ্ধেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 24, 2025 | 5:57 AM

হাওড়া: স্কুলে এসেছিল এক কানে দুল পরে। এই নিয়ে এক শিক্ষাকর্মী তাকে বকাবকি করে। এতেই ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ওই ছাত্র স্কুলের বাইরে চড়াও হয় শিক্ষাকর্মীর উপর। রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি লিলুয়ার টি আর জি আর খেমকা হাইস্কুলের। স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার। সেই দিন লিলুয়ার রবীন্দ্র সরণিতে টি আর জি আর খেমকা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির আর্টসের এক ছাত্র স্কুলে একটি কানে দুল পরে আসে। টিফিনের সময় এই নিয়ে স্কুলের এক শিক্ষাকর্মী জয়দীপ প্রামাণিক তাকে বকাবকি করেন। ওই ছাত্রকে কান থেকে দুল খুলে ফেলতে বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ছাত্রটি। গত শনিবার ওই শিক্ষা কর্মী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় লিলুয়া ঝিল রোডে ছাত্রটি দলবল নিয়ে তার উপর চড়াও হয় বলে অভিয়োগ। বাঁশ এবং লাঠি নিয়ে ওই শিক্ষাকর্মী মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয় ওই শিক্ষাকর্মী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্কুলের শিক্ষকরা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনার প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে। প্রধান শিক্ষক স্বদেশ কুমার গিরি জানিয়েছেন, ওই ছাত্রটি স্কুলের শৃঙ্খলা মেনে চলে না। এমনকি নিয়মিত স্কুলের পোশাক পরে স্কুলে আসে না। কানে ফ্যাশনেবল দুল পরে আসে। বারবার বললেও সে শোনেনি। তাকে বারণ করাতেই শিক্ষাকর্মীকে মারধর করে। এই ঘটনায় তাঁরা আতঙ্কিত।

অন্য একজন শিক্ষক বলেন, ছাত্রটির অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। পুলিশ ওই ছাত্রটিকে থানায় ডেকে সতর্ক করেছে। সোমবার ছাত্রটি স্কুলে এলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষকরা স্কুলে একটি বৈঠক করেন। ওই ছাত্রের বিরুদ্ধে স্কুলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা হয়।