Shibpur: গঙ্গায় স্নান করতে যাওয়াই কাল হল, তলিয়ে মৃত্যু বছর পনেরোর কিশোরের

Subrata Banerjee | Edited By: Soumya Saha

Sep 11, 2023 | 6:20 PM

Teenager Drown in Ganga: দুই কিশোরকে নদীতে তলিয়ে যেতে দেখে ঝাঁপ মারেন বেশ কয়েকজন। অনেক চেষ্টায় একজন কিশোরকে উদ্ধার করা গেলেও অপরজনকে নদীর পাড়ে তুলে আনতে পারেননি তাঁরা। এরপরই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।

Shibpur: গঙ্গায় স্নান করতে যাওয়াই কাল হল, তলিয়ে মৃত্যু বছর পনেরোর কিশোরের
শিবপুরের ঘাটে গঙ্গায় তলিয়ে মৃত্য়ু
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: শিবপুরে গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর। বছর পনেরোর ওই কিশোরের নাম ধর্ম সাউ। বাড়ি শিবপুরেরই বিএলআরসি রোড এলাকায়। সোমবার দুপুরে বন্ধুর সঙ্গে গঙ্গার ঘাটে গিয়েছিল। স্নান করতে নেমে হঠাৎই ঘটে যায় এই অঘটন। অসাবধানতাবশত গঙ্গায় তলিয়ে যায় কিশোর। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে। হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। তরতাজা এক কিশোরের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার দুপুরে যখন ঘটনাটি ঘটে, তখন শিবপুর ঘাটে লোকজন ছিল অনেক। ঘড়ির কাঁটায় তখন দুপুর প্রায় দু’টো। এক বন্ধুকে সঙ্গে নিয়ে শিবপুর ঘাটে স্নান করতে গিয়েছিল ধর্ম সাউ নামে ওই কিশোর। স্নান করতে নেমে দু’জনেই তলিয়ে যায় গঙ্গার জলে। গঙ্গার ঘাটে থাকা আশপাশের লোকেরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেন। দুই কিশোরকে নদীতে তলিয়ে যেতে দেখে ঝাঁপ মারেন বেশ কয়েকজন। অনেক চেষ্টায় একজন কিশোরকে উদ্ধার করা গেলেও অপরজনকে নদীর পাড়ে তুলে আনতে পারেননি তাঁরা। এরপরই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। সেই সময় শিবপুর ঘাটে যাঁরা ছিলেন, সেই প্রত্যক্ষদর্শীরাই খবর দেন শিবপুর থানায়।

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশকর্মীরাও। তলিয়ে যাওয়া কিশোরের খোঁজে গঙ্গায় নামানো হয় ডুবুরির দল। অনেকক্ষণ ধরে গঙ্গায় খোঁজাখুঁজি চলে। শেষে বিকেলের দিকে উদ্ধার করা হয় ধর্ম সাউকে। কোনও সাড়াশব্দ নেই। দ্রুত ওই কিশোরকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ধর্ম সাউকে মৃত বলে ঘোষণা করেন। সোমবারের এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি শোকসন্তপ্ত পরিবার।

Next Article