Durga Puja 2025: আর শুধু পুলিশ নয়, এবার মণ্ডপে-মণ্ডপে থাকবেন ‘অভিষেক দূত’-ও, কী করবেন তাঁরা?

Howrah: এ দিন যে অ্যাপ তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে, তার উদ্বোধন করে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, "পুজোর প্যান্ডেলে ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। অনেকেই বিশেষত বয়স্ক মানুষরা সমস্যায় পড়তে পারেন। তাঁরা এই অ্যাপের সাহায্যে সহজে অভিষেকের দূতের কাছে পৌঁছে যেতে পারবেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের আরও কাছে পৌঁছান যাবে।"

Durga Puja 2025: আর শুধু পুলিশ নয়, এবার মণ্ডপে-মণ্ডপে থাকবেন অভিষেক দূত-ও, কী করবেন তাঁরা?
অভিষেকের দূতImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2025 | 7:28 PM

হাওড়া: এবার পুজোয় দর্শকদের মধ্যে জনসংযোগ বাড়াতে মণ্ডপে-মণ্ডপে থাকবেন ‘অভিষেকের দূত’। আর এই দূতদের সঙ্গে যোগাযোগ করার জন্য হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নতুন অ্যাপ উদ্বোধন করা হয়। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে জনসংযোগ বাড়াতে মাঠে নেমেছে তৃণমূল যুব কংগ্রেস। আর জনসংযোগের জন্য পুজো ছাড়া ভাল সময় কী আর হতে পারে?

এ দিন যে অ্যাপ তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে, তার উদ্বোধন করে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “পুজোর প্যান্ডেলে ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। অনেকেই বিশেষত বয়স্ক মানুষরা সমস্যায় পড়তে পারেন। তাঁরা এই অ্যাপের সাহায্যে সহজে অভিষেকের দূতের কাছে পৌঁছে যেতে পারবেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের আরও কাছে পৌঁছান যাবে।”

হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র বলেন, “আজকাল সকলের হাতে অ্যানরয়েড ফোন আছে। তাই আমরা একটি কোম্পানির সাহায্যে দুর্গা পুজো অ্যাপ তৈরি করিয়েছি। এই অ্যাপে হাওড়া সদরের সাতটি বিধানসভা এলাকার ১৭০ জন ভলান্টিয়রের নাম ও ফোন নম্বর দেওয়া আছে। ২৪ ঘণ্টা তাঁদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও হাওড়ার পুজো প্যান্ডেলগুলিতে পৌঁছনোর ম্যাপের পাশাপাশি পুলিশ হেল্পলাইন এবং প্রশাসনের নম্বর দেওয়া থাকবে। প্লে-স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করার পর তা ব্যবহার করা যাবে।” তৃণমূল নেতৃত্ব জানিয়েছে শুধু দুর্গাপূজো নয় কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এমনকী ছট পুজোতে এই অ্যাপ চালু থাকবে।

হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন, “অভিষেকের দূত কী করবেন ? তাহলে পুলিশ কী করছে? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন ? মানুষের সঙ্গে তৃণমূলের সংযোগ কমে গেছে?”