Howrah: বেগুসরাই থেকে ধরে হাওড়ায় আনা হয়েছিল অভিযুক্তকে, তোলাও হয়েছিল কোর্টে, তারপর পুলিশের নাকের ডগা দিয়ে যা ঘটল…
Howrah: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বলরামের বিরুদ্ধে। গত ২৩ মার্চ গোলাবাড়ি থানায় সেই ঘটনার অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

হাওড়া: আদালত থেকে চম্পট দিল আসামী! অপহরণ ও পকসো মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল বলরাম কুমার নামে এক যুবকের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ। বুধবারই তাঁকে হাওড়া আদালতে তোলা হয়েছিল। আর এদিনই সেখান থেকে পালিয়ে যায় বলরাম কুমার।
বিহারের বেগুসরাই থেকে গ্রেফতার করে এদিন হাওড়া আদালতে নিয়ে আসা হয় তাঁকে। পকসো আদালতের বাইরে বসিয়ে রাখা হয় তাঁকে। সেখান থেকেই আচমকা উধাও। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওই যুবক। তার খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বলরামের বিরুদ্ধে। গত ২৩ মার্চ গোলাবাড়ি থানায় সেই ঘটনার অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের লোকজন। পুলিশ তদন্ত শুরু করে। এরপর মোবাইলের সূত্র ধরে বিহার থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
কনস্টেবল প্রদীপ দাস ও হোমগার্ড রোহিত সিং অভিযুক্তকে হাওড়া আদালতে নিয়ে যান এদিন। আইনজীবী স্বপন কুমার মুখোপাধ্যায় বলেন, এজলাসের বাইরে তাকে বসিয়ে রাখা হয়েছিল। হঠাৎ পুলিশের নজর এড়িয়ে সে পালিয়ে যায় সে। এটা পুলিশের গাফিলতির কারণে হয়েছে বলে মনে করেন তিনি। অন্যদিকে, কর্তব্যে গাফিলতির জন্য বিভাগীয় তদন্ত শুরু হয়েছে দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে।





