Howrah: বাড়ি নিয়ে গেলেন রেশনের আটা, মেয়াদ উত্তীর্ণ তো বটেই, ‘ফ্রি’ ছোট পোকা

Subrata Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 09, 2023 | 3:17 PM

Howrah: ডোমজুড়ের শলপ ডাসপাড়া এলাকায় প্রায় তিনশো পরিবার স্থানীয় বৃহস্পতিবার রেশন দোকান থেকে প্যাকেটবন্দি আটা সংগ্রহ করে নিয়ে আসেন। রাতে সেই প্যাকেট খুলে রুটি করতে গিয়ে কেউ কেউ দেখেন আটার মধ্যেই কিলবিল করছে ছোট ও বড় পোকা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই দেখেন আটার মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছে।

Howrah: বাড়ি নিয়ে গেলেন রেশনের আটা, মেয়াদ উত্তীর্ণ তো বটেই, ফ্রি ছোট পোকা
রেশনের আটার অবস্থা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডোমজুর: রেশন দোকান থেকে আটা কিনে বাড়িতে এনেছিলেন। তারপর সেই প্যাকেট খুলে আটা ঢালতেই তাজ্জব বনে গেলেন হাওড়ার ডোমজুড়ের শলপ ডাসপাড়া এলাকার বাসিন্দারা। তারপর আটার প্যাকেট ওল্টাতেই পিছনে চোখে পড়ল উৎপাদনের দিন! তা দেখে চোখ বিস্ফারিত। সেই আটার মেয়াদ উত্তীর্ণ। যদিও, গোটা ঘটনায় খাদ্য দফতরের দিকেই।

ডোমজুড়ের শলপ ডাসপাড়া এলাকায় প্রায় তিনশো পরিবার স্থানীয় বৃহস্পতিবার রেশন দোকান থেকে প্যাকেটবন্দি আটা সংগ্রহ করে নিয়ে আসেন। রাতে সেই প্যাকেট খুলে রুটি করতে গিয়ে কেউ কেউ দেখেন আটার মধ্যেই কিলবিল করছে ছোট ও বড় পোকা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই দেখেন আটার মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছে। পরের দিন সেই আটার প্যাকেট নিয়ে রেশন দোকানে যান এলাকাবাসী।  তাঁদের অভিযোগ, এই পোকা ভর্তি আটার তৈরি খাবার খেলে শরীর খারাপ হতে পারে। যেহেতু ওই আটা বাড়ির ছোট ছোট শিশুরাও খায়। সেজন্য তাদের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।

স্থানীয় বাসিন্দা আফসানা বেগম বলেন, “আজ রেশনের আটা নিয়ে এসেছে। তারপর রুটি করব বলে খুলেছি দেখি পোকা। প্রথমে খেলায় করিনি। রুটি বানিয়ে ফেলেছি। প্যাকেট ওলটাতে গিয়ে দেখি অক্টোবর মাসের প্যাকেট।”

এ ব্যাপারে স্থানীয় রেশন ডিলার জানিয়েছেন, তাঁরা গোডাউন থেকে প্যাকেট বন্দি ওই আটাই পেয়েছেন। তবে সব সময় দেওয়ার আগে আটা মেয়াদ উত্তীর্ণ কি না তা দেখা হয় না।” যদিও ডোমজুড় অঞ্চল খাদ্য দফতরের আধিকারিকরা এ বিষয়ে মুখ না খুললেও ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অনন্যা প্রধান জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। তাঁরা এ বিষয়ে তদন্ত করছেন। কারোর গাফিলতি থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

Next Article