Railway Jobs Scam: রেলে চাকরির টোপ! উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পরিচয়, শেষে শালিমারের বিনোদের কী হাল হল দেখুন

Job Fraud: তদন্তে পুলিশ এও জানতে পেরেছে এমনিতে রেলের স্ক্র্যাপ কিনে বাইরের লোহা মার্কেটে তা বিক্রি করে। এইভাবে চলে উপার্জন। কিন্তু বাইরের লোকেদের কাছে বলতেন তাঁর সঙ্গে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের ভাল যোগাযোগ রয়েছে।

Railway Jobs Scam: রেলে চাকরির টোপ! উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পরিচয়, শেষে শালিমারের বিনোদের কী হাল হল দেখুন
তদন্ত কোন পথে এগোচ্ছে? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 18, 2025 | 7:13 PM

হাওড়া: রেলে চাকরির টোপ। প্রায় ৩০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শালিমার জিআরপির আধিকারিকদের হাতে গ্রেফতার বিনোদ সাউ নামে এক ব্যক্তি। এদিনই তাঁকে হাওড়া  আদালতে তোলা হয়। তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য় উঠে আসে পুলিশের হাতে। তবে মূল অভিযোগটা পুলিশের হাতে এসেছিল চলতি মাসের ১১ তারিখ। তারপরই নড়েচড়ে বসে শালিমার জিআরপির আধিকারিকরা। বিনোদের খোঁজে অঙ্কুরহাটিতে হানা। তাতেই মেলে সাফল্য। বিনোদকে আটক করে জেরা করতেই উঠে আসে একের পর এত তথ্য। 

উদ্ধার হয় দু’টি মোবাইল। পাশাপাশি দু’টি সরকারি স্ট্যাম্প, রেলের চাকরির ফর্ম এবং নথিও পাওয়া যায়। তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন থেকেই এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তবে নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

তদন্তে পুলিশ এও জানতে পেরেছে এমনিতে রেলের স্ক্র্যাপ কিনে বাইরের লোহা মার্কেটে তা বিক্রি করে। এইভাবে চলে উপার্জন। কিন্তু বাইরের লোকেদের কাছে বলতেন তাঁর সঙ্গে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের ভাল যোগাযোগ রয়েছে। সেই যোগযোগ কাজে লাগিয়েই তিনি চাকরির ব্যবস্থা করতে সক্ষম। 

অভিযোগ, মুর্শিদাবাদের তিন বাসিন্দার থেকে ১০ লাখ করে মোট ৩০ লাখ টাকা তিনি হাতিয়েছেন। কিন্তু কেউই চাকরি পাননি। কিন্তু কিছু সময় পরে তিনজনের কাছেই পরিষ্কার হয়ে যায় তাঁদের আদপে কী হয়েছে। তারপরই শালিমার জিআরপিতে জমা পড়ে অভিযোগ। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। ধৃতের কঠোর শাস্তির দাবি করেছেন অভিযোগকারীরা।