
হাওড়া: ভোটের আগে আতঙ্ক হাওড়ায়। তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। হাওড়ার সাঁপুইপড়া বসুকাঠি এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে সাঁপুইপড়ার পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। তাঁর সঙ্গীকেও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের আগে এরকম একটি ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
বৃহস্পতিবার রাতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন বাবু মণ্ডল। সেখান থেকে বাড়ি ফেরার সময়ই এই ঘটনা ঘটে। অভিযোগ অনুপম রানা নামে এক ব্যক্তির সঙ্গে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত প্রধান। সেই সময় তাঁদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বাবু মণ্ডলকে হাওড়ার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। পরে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, প্রধানের বাইকের পিছনেই ছিলেন তিনি। আচমকাই গুলি চালায় এক দুষ্কৃতী। বাইক চালাচ্ছিলেন অনুপম। প্রথমে তাঁর গায়ে গুলি লাগে। পরে আরও কয়েক রাউন্ড গুলি চলে, তাতেই আহত হন বাবু। বাবু মণ্ডলের কাঁধে ও পেটে গুলি লেগেছে ও অনুপমের হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা স্পষ্ট নয়। তৃণমূল নেতৃত্বের দাবি, এর পিছনে রয়েছে বিজেপি। তবে, স্থানীয় সূত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বও উঠে আসছে।কারণ খতিয়ে দেখছে পুলিশ। সকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গত বুধবার রাতেই কসবায় চলে গুলি। কসবা থানার অন্তৰ্গত প্রান্তিকপল্লীর বাসিন্দা এক যুবককে লক্ষ্য করে গুলি চলে। বছর খানেক আগে ওই এলাকার কাউন্সিলক সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চলেছিল। এবার তাঁর বাড়ির অদূরেই ঘটেছে একই ঘটনা। বুধবার দিনে-দুপুরে মালদহেও চলেছে গুলি। ভোটের মাস কয়েক আগে এভাবে রাজ্যে গুলি চলার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন প্রশাসন।