Bally Bridge: ২২-২৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ বালি ব্রিজ, বিকল্প পথ বলল ট্রাফিক কন্ট্রোল রুম

Subrata Banerjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 22, 2025 | 12:29 PM

Bally Bridge: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ শে জানুয়ারি রাত বারোটার পর থেকে বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লেনটি সম্পূর্ণ খোলা থাকলেও, দক্ষিণেশ্বর থেকে বালি আসার লেন টি সম্পূর্ণ বন্ধ থাকবে।

Bally Bridge: ২২-২৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ বালি ব্রিজ, বিকল্প পথ বলল ট্রাফিক কন্ট্রোল রুম
বালি ব্রিজের বিকল্প কোন পথ?

Follow Us

হাওড়া: টানা পাঁচ দিন ধরে বন্ধ থাকবে। আগামী ২২ শে জানুয়ারি রাত বারোটা থেকে ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত বালি ব্রিজে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ শে জানুয়ারি রাত বারোটার পর থেকে বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লেনটি সম্পূর্ণ খোলা থাকলেও, দক্ষিণেশ্বর থেকে বালি আসার
লেন টি সম্পূর্ণ বন্ধ থাকবে।

বালি ব্রিজের ট্রেন লাইনের মেরামতি ও বালির সিসিআর ব্রিজে বালি হল্টের কাছে মেরামতি করা হবে। রেললাইনের গার্ডার পরিবর্তন করা হবে। এর জন্যই বালি ব্রিজে যান নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে। ডানকুনি থেকে শিয়ালদহ শাখার দূরপাল্লার ও লোকাল ট্রেন ১০০ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। বালির দিক থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার যে লেনটি, তাতে যান চলাচল স্বাভাবিক থাকলেও দক্ষিণেশ্বর থেকে বালি-ডানকুনির দিকে আসার যে রাস্তা, তাতে যান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে।

তাহলে কীভাবে যাতায়াত?

ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে বলা হয়েছে, বিকল্প পথ হিসাবে নিবেদিতা সেতুকে ব্যবহার করতে হবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের পুরনো এই দুটি ব্রিজে গার্ডার পরিবর্তন করা ভীষণ প্রয়োজন হয়ে গিয়েছে।

ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে। শুধু লোকাল ট্রেন নয়, বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল থাকবে ওই চার দিন।

Next Article