হাওড়া: গাড়ি বোঝাই করা বস্তা বস্তা রসুন। খবর পেয়েই গোপন সূত্রে পুলিশের কাছে খবর যেতেই হানা দেন সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকরা। ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে সেই রসুন ভর্তি একাধিক গাড়ি আটকে দেয় পুলিশ। গাড়িতে উঠে পুলিশ দেখে পড়ে রয়েছে বস্তা ভর্তি রসুন। তবে এই সব রসুন ভারতের বাজারে নিষিদ্ধ। একদল চোরা কারবারি সেই সব রসুন বেশি দামে বিক্রি করার চেষ্টা করছে বলে অভিযোগ। সেই সব রসুন বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।
আজ, বুধবার আনুমানিক বেলা ১২টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে ধূলাগড় ট্রাক টার্মিনালে অভিযান চালায় সাঁকরাইল থানা। ২৫৪ বস্তার বেশি নিষিদ্ধ চিনা রসুন (১৮ কেজি প্রতি বস্তা) বাজেয়াপ্ত করেঠে পুলিশ। সাঁকরাইল থানার বিশেষ দল অরবিন্দ জয়সওয়ালের গোডাউন থেকে এই রসুন বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে পরিমাণ রসুনের বাজারমূল্য ৭ লক্ষ ৭০ হাজার টাকা। সাঁকরাইল থানা ভারতীয় ন্যায় সংহিতায় ‘অপরিহার্য পণ্য আইনে’ মামলা রুজু করেছে।
উপেন্দ্র যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে চিন থেকে আসা এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরাপথে ভারতে ঢোকে। কম দামে এই রসুন কিনে বেশি দামে বাজারে বিক্রি করেন বিক্রেতারা। এই রসুনের কোয়া অপেক্ষাকৃত মোটা হয়। জানা যায়, এই রসুন চাষের সময় যে কেমিক্যাল ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধৃত ম্যানেজার উপেন্দ্র যাদব জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। তাঁর মালিক সব বলতে পারবে। সাঁকরাইল থানার পুলিশ সেই মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।