
হাওড়া: ভোটারদের না জানিয়ে সাত নম্বর ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি-র (BJP) বিরুদ্ধে। এই অভিযোগে এবার এফআইআর (FIR) করার হুঁশিয়ারি দিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তাঁর দাবি, বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই কাজ করছে বিজেপি।
এ দিন, উত্তর হাওড়ায় তৃণমূলের মিছিল চলছিল। শাসকদলের অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা হাওড়া সদরের মুখ্য নির্বাচনী কার্যালয়ে সাত নম্বর ফর্ম জমা দিতে গিয়েছিল। পরে এই নিয়ে তৃণমূল কর্মীরা জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখায়। বেশ কিছু সাত নম্বর ফর্ম বিজেপি কর্মীদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।
ভোটারদের হয়রানি এবং নাম বাতিলের প্রচেষ্টার প্রতিবাদে পানি ট্যাঙ্ক মোড় থেকে সালকিয়া চৌরাস্তা পর্যন্ত মিছিল হয়। নেতৃত্ব দেন বিধায়ক গৌতম চৌধুরী। তাঁর অভিযোগ, বিজেপি টাকা পয়সা এবং উপহার দিয়ে মিথ্যে ভাবে ভোটারদের নামে সাত নম্বর ফর্ম জমা দিয়েছে। এর উদ্দেশ্য বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাতিল দেওয়া। তৃণমূলের দাবি, ভোটের অধিকার বা নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে বিজেপি। ভোটারদের না জানিয়ে এই ফর্ম জমা দেওয়ার জন্য এফআইআর করা হবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক।
বিজেপি নেতা উমেশ রাই বলেন, “কে কার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করছে তা দেখার দায়িত্ব কমিশনের। এখানে বিধায়ক নিজেই বিএলও, বিএলএ, ইআরও, নির্বাচন কমিশন হিসেবে দেখতে চাইছেন। যদি এফআইআর কারও বিরুদ্ধে করতে হয় তবে বিধায়কের বিরুদ্ধেই এফআইআর করা উচিত। কারণ উনি আইন মানেন না। সর্বত্র গাজোয়ারি করে বেড়াচ্ছেন।”