Belur: ঘরে ঝুলছে ছেলে, দেখেই পুকুর পাড়ে গিয়ে গলায় দড়ি বাবার! চাঞ্চল্যকর ঘটনা বেলুড়ে

Belur: পরিবার সূত্রে জানা যাচ্ছে, অজিত একটি প্রাইভেট সংস্থায় কাজ করেন। মা এক বছর আগে মারা যান। বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন। কিন্তু, কী কারণে আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে।

Belur: ঘরে ঝুলছে ছেলে, দেখেই পুকুর পাড়ে গিয়ে গলায় দড়ি বাবার! চাঞ্চল্যকর ঘটনা বেলুড়ে
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 26, 2025 | 10:45 AM

বেলুড়: সাতসকালে বেলুড়ে বাবা-ছেলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। শোরগোল  ঠাকুরন পুকুর এলাকায় গিরিশ ঘোষ রোডে। প্রথম ঘটনাটি চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলাকার কিছু বাসিন্দা। তাঁরাই দেখেন এলাকায় পুকুরের পাশে একটি গাছ থেকে ঝুলছে সুভাষ পাল (৭৫) নামে এলাকারই এক ব্যক্তির দেহ। ঘটনা দেখে চোখ কপালে উঠে গেলেও চমকের তখনও বাকি। 

বাড়িতে খবর দিতে গিয়ে তখন আর এক কাণ্ড। দেখা যায় ছেলে অজিত পালের (৩৮) দেহ বাড়ির ভিতরেই মেঝেতে পড়ে রয়েছে। পাখায় ঝুলছে গামছা। পরিবার সূত্রে জানা যাচ্ছে, প্রথমে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হয় ছেলে। তা দেখেই বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বাবা।   

পরিবার সূত্রে জানা যাচ্ছে, অজিত একটি প্রাইভেট সংস্থায় কাজ করেন। মা এক বছর আগে মারা যান। বাবা ও ছেলে একসঙ্গে থাকতেন। কিন্তু, কী কারণে আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। বেলুড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কোনও গোলযোগ থেকেই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন সুভাষ-অজিত।