Howrah: পড়ছে মুড়ি-মুড়কির মতো বোমা, রাজীব ঘনিষ্ঠ হাওয়াই কি পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা?

Liluah: হামলার সময় পঞ্চায়েত প্রধান বাড়িতেই উপস্থিত ছিলেন।

Howrah:  পড়ছে মুড়ি-মুড়কির মতো বোমা, রাজীব ঘনিষ্ঠ হাওয়াই কি পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা?
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 8:30 PM

লিলুয়া: ভর সন্ধেবেলায় বোমার শব্দে কেঁপে উঠল বাড়ি। বোমের আতঙ্কে পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসী।

ঘটনাস্থান হাওড়া লিলুয়া থানার অন্তর্গত আনন্দনগর চকপাড়া। সেখানকার পঞ্চায়েত প্রধান মনিকা দের বাড়িতে উপস্থিত হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। এরপরই যেন তাণ্ডব চালাতে শুরু করে তারা। প্রথমে বোমা মারে। তারপর চলে ব্যাপক ইটবৃষ্টি।

জানা গিয়েছে, হামলার সময় পঞ্চায়েত প্রধান বাড়িতেই উপস্থিত ছিলেন। বোমার শব্দে ভয়পেয়ে জানালা বন্ধ করে দেন তিনি। এখানেই শেষ নয়, অভিযোগ উঠছে পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ করে চলে অশ্রাব্য ভাষায় কটূক্তি।

তবে ঘটনায় কাউকে চিনতে পারেননি মনিকা দেবী তেমনটাই জানিয়েছেন তিনি। দুষ্কৃতীরা মুখে কালো কাপড় বেঁধে এসেছিল। এদিকে, সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসে পৌঁছায়। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে।

তবে, মনিকা দেবী এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপসি হয়েছে। পুনরায় রাজীবের শাসকদলে যোগদান করা নিয়ে খোদ দলের মধ্যেই যথেষ্ঠ মতবিরোধ দেখা দিয়েছে। তার মধ্যে তাঁর ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান মানিক দের বাড়িতে এই হামলা যে যথেষ্ঠ তাৎপর্যপুর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, গতকাল ত্রিপুরায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে পুনরায় শাসকদলে যোগদান করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক দলে ফিরলেন ত্রিপুরায় গিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বিজেপিকে নিশানা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন রাজীব। জানালেন তিনি লজ্জিত ও অনুতপ্ত।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলে এই প্রত্যাবর্তনকে কীভাবে দেখছেন হাওড়ার অপর তৃণমূল নেতা অরূপ রায়? আজ তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে, রাজীবের ঘর ওয়াপসি নিয়ে একটি মন্তব্যও করতে চাননি অরূপ বাবু। প্রশ্ন করতেও সটান জবাব, ‘নো কমেন্টস।’ কানাঘুষো শোনা যায়, তৃণমূলে রাজীবের প্রত্যাবর্তন আটকাতে ভীষণভাবে চেষ্টা করেছিল অরূপ শিবির। জোরদার বিরোধিতা হয়েছিল বলে খবর তৃণমূলের অন্দরমহলে। আজ সেই নিয়েও কোনওরকম মন্তব্য এড়িয়ে যান তিনি।

অরূপ রায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া তৃণমূলের দুর্দণ্ডপ্রতাপ দুই নেতা। কেউই কারও থেকে কম যান না। হাওড়ায় তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা থাকলেও জেলাস্তরে এই দুই নেতার মধ্যে সম্পর্কে নাকি তেমন উষ্ণতা নেই। আর এই সমস্যা আজকের নয়। বিজেপির প্রতি মোহ তৈরি হওয়ার আগে যখন রাজীব তৃণমূলে ছিলেন, তখনও এই দুই নেতার মধ্যে নাকি বেশ দূরত্ব ছিল।

রাজনৈতিক কেরিয়ারের দিক থেকে দেখলে তৃণমূলের প্রায় শুরুর দিন থেকেই রয়েছেন অরূপ রায়। রাজীবও তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, তবে অরূপ রায়ের থেকে কিছুটা পরে তাঁর ঘাসফুলের যাত্রা শুরু। আর অরূপ, রাজীবের এই রাজনৈতিক দ্বন্দ্বের চাপা উত্তেজনাটাও দীর্ঘদিনের।

আরও পড়ুন: South Dinajpur: ‘ও আবার বিয়ে করতে চায়, তাই আমাকে মারে’, পুলিশের কাছে জানালেন স্ত্রী