Bomb Recovery: বিডিও অফিসের ঢিল ছোড়া দূরে ঝোপের মধ্যে সকেট বোমা! ভয়ে সিঁটিয়ে এলাকাবাসীরা

Bombs Recovery: মুন্সিরহাটে বিডিও অফিস থেকে একেবারে ঢিল ছোড়া দূরেই একটি চালের গোডাউনের পাশে পড়ে ছিল সকেট বোমা। সেখানে বিডিও অফিস থেকে একশো মিটার দূরেই রয়েছে একটি চালের গোডাউন। সেই গোডাউনের পাশেই চারটি সকেট বোমা পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।

Bomb Recovery: বিডিও অফিসের ঢিল ছোড়া দূরে ঝোপের মধ্যে সকেট বোমা! ভয়ে সিঁটিয়ে এলাকাবাসীরা
জগৎবল্লভপুরে বোমা উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jun 09, 2024 | 4:12 PM

হাওড়া: সাত দফার লোকসভা ভোট বাংলায় মোটের উপর শান্তিতেই মিটেছে। কিন্তু গণনা পর্ব মিটতেই বিভিন্ন জায়গায় অশান্তি ও গোলমালের অভিযোগ উঠে এসেছে। এসবের মধ্যেই এবার ফের বোমা উদ্ধার হাওড়ার জগৎবল্লভপুরে। মুন্সিরহাটে বিডিও অফিস থেকে একেবারে ঢিল ছোড়া দূরেই একটি চালের গোডাউনের পাশে পড়ে ছিল সকেট বোমা। সেখানে বিডিও অফিস থেকে একশো মিটার দূরেই রয়েছে একটি চালের গোডাউন। সেই গোডাউনের পাশেই চারটি সকেট বোমা পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।

ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে এলাকায় বেশ শোরগোল পড়ে যায়। আতঙ্কের বাতাবরণ তৈরি হয় এলাকাবাসীদের মনে। জানা যাচ্ছে, আজ দুপুর তিনটে নাগাদ চালের গোডাউনের পাশে বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কিত হয়ে দ্রুত তাঁরা যোগাযোগ করেন জগৎবল্লভপুর থানায়। বোমা পড়ে থাকার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। চালের গোডাউনের পাশ থেকে সকেট বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

কে বা কারা এই বোমাগুলি ফেলে রেখেছিল চালের গোডাউনের পাশে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। এই বোমাগুলি কোথা থেকে এল, কারা মজুত করে রেখেছিল, তদন্ত নেমে সম্ভব্য সব দিক খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

উল্লেখ্য, বাংলায় নির্বাচন পরবর্তী গোলমালে পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য ভোটের পরও এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যদিও এই বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।