উলুবেড়িয়া: ভোটের ডিউটিতে কাজে এসেছিলেন বিএসএফ জওয়ান। অভিযোগ, আচমকাই ওই মহিলাকে জড়িয়ে ধরে চুমু খান জওয়ান। উলুবেড়িয়ার কুলগাছিয়ায় ঘটা এই অভিযোগ নির্বাচন কমিশনে জানায় তৃণমূল। আর তারপরই নড়েচড়ে বসে কমিশন। খেসারত দিতে হল ওই জওয়ানকে।
অভিযোগকারিণী মহিলার দাবি, সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেই উর্দিধারী এই বিএসএফ জওয়ান তাঁকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করেন। কুপ্রস্তাবও দেন। তিনি প্রতিবাদ করতেই আচমকা তাঁকে জাপটে ধরেন। এরপর জোর করে চুমু খান জওয়ান। পরে তাঁর চিৎকারে এলাকার বাসিন্দারা সেখানে ছুটে এলে হাতেনাতে ধরা পড়ে যান অভিযুক্ত।
এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় উলুবেড়িয়া থানায়। বিষয়টি নিয়ে সরব হন তৃণমূল নেতৃত্ব। এরপরই অভিযুক্ত জওয়ানকে ডিউটি থেকে সরিয়ে দিল কমিশন। তবে শুধু উলুবেড়িয়া নয়, ভোটের ডিউটিতে এসে জাঙ্গিপাড়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে। তাঁকে বেধে গ্রামবাসীরা মারধর করে বলেও অভিযোগ। যেখানে ভোটারদের আশ্বস্ত করতে জওয়ান সর্বতোভাবে বদ্ধ পরিকর। সেখানে এই ঘটনায় তাঁদের এক অংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধীরা।