
হাওড়া: এ যেন সিনেমার দৃশ্য! দাউদাউ করে জ্বলছে বাস, ভিতরে আটকে যাত্রীরা। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বেরনোর চেষ্টা যাত্রীদের। রোমহর্ষক এই দৃশ্যের সাক্ষী রইল সাধারণ মানুষ। দ্বিতীয় হুগলি সেতুর উপরে একটি যাত্রীবাহী বাসে লাগল ভয়াবহ আগুন।
বৃহস্পতিবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপরে একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে যায়। কোনওরকমে বাসের জানালা থেকে লাফ দিয়ে রক্ষা পান যাত্রীরা।
দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ড সূত্রের খবর, পুরুলিয়াগামী একটি বাসে আগুন লাগে। বাসটি কলকাতার বাবুঘাট থেকে রওনা হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতুর ওপর উঠতেই, চলন্ত বাসটিতে আচমকা আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা। সকলেই প্রাণভয়ে বাস থেকে লাফিয়ে নামতে থাকেন। চালক এবং কন্ডাক্টরও গাড়ি থেকে নেমে পড়েন। দাউ দাউ করে ব্রিজের ওপর জ্বলতে থাকে বাসটি।
#WATCH: দ্বিতীয় হুগলি সেতুর উপরে একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে যায়। কোনওরকমে বাসের জানালা থেকে লাফ দিয়ে রক্ষা পান যাত্রীরা।
WATCH LIVE: https://t.co/Z9cGg0kjDs#Fire | #Bus pic.twitter.com/ckQgADtEW5
— TV9 Bangla (@Tv9_Bangla) April 18, 2025
খবর পেয়ে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ ছুটে আসে। দমকলের তিনটি ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়। পুলিশের দাবি এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কি কারণে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে।