
হাওড়া: দেদার ফাটছে বোমা। বলা ভাল ব্যাপক বোমাবাজি চলছে হাওড়ার টিকিয়াপাড়ায়। রাত নামতেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়। সূত্রের খবর, বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। আর তারপরই লাগাতার বোমাবাজি এলাকায়। হাওড়ার বেলিলিয়াস রোডের টিকিয়াপাড়ায় প্রচুর মার্কেট রয়েছে। সেইখানে অবস্থিত একটি বিরিয়ানির দোকানে রাত একটার পর গণ্ডগোল শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝামেলা বাধে। আর সেই ঝামেলার জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। দুই গোষ্ঠী একে অপরকে কেন্দ্র করে ইট ছোড়াছু়ড়ি করতে থাকে। আর তারপর চলে দেদার বোমাবাজি। এমনকী ভাঙচুর করা হয় দোকান-পাঠ।
ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়া সিটি পুলিশ। মোতায়েন রয়েছে র্যাফ। জানা যাচ্ছে, কেউ আহত হয়নি। তবে আটক রয়েছেন চার জন। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এটাই তো বাংলা। কারা বোমা মারছে আর কারা বোমা খাচ্ছে সবাই জানে। কারা মারছে সবাই জানে। টিকিয়াপাড়াতে কারা থাকে? কারা বিরিয়ানি বানায় আর কারা বোমা বাধে, কাদের অনুপ্রেরণাতে বোমা বানানো হয় সবাই সব জানে।” এলাকার বাসিন্দা বলেন, “আমাদের এই এলাকায় দোকান রাত ২টো অবধি খোলা আছে। আমরা বহুবার প্রশাসনকে বলেছি রাত ১১টা অবধি খোলা থাকুক। কিন্তু প্রশাসন শোনে না। পুলিশের টহল কেমন থাকে সবাই জানে না।” আরও এক বাসিন্দা বলেন, “গতকাল পাঁচটা বোমা মেরেছে। মহিলারা ভয়ে রয়েছেন। বাইরে থেকে লোক ঢুকছে। ওষুধ দোকান বাদ দিয়ে বাকি সব দোকান বন্ধ থাকুক।”