হাওড়া: অফিস যাওয়ার পথে চিনা মঞ্জায় গলা কাটলো বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় সলপ ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে। আহত যুবকের নাম অয়ন বসু। গত পরশুই গিয়েছে বিশ্বকর্মা পুজো। বিভিন্ন জায়গায় উড়েছে ঘুড়ি। তবে সেই ঘুড়ির সুতোই ডেকে আনল বিপদ।
মঙ্গলবার দুপুরে অয়ন একাই বাইক চালিয়ে কর্মসূত্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঠিক তখনই উড়ন্ত চিনা মাঞ্জার সুতো তাঁর গলায় জড়িয়ে যায়। বাঁ দিকের অংশ কেটে ফালা যায়। বাইক চালাতে-চালাতে হঠাৎ এই ঘটনায় হকচকিয়ে যান তিনি। এরপর একটি চারচাকার শো-রুমে বাইকটি রেখে টোটো চড়ে নিজেই হাসপাতালে পৌঁছন। হাসপাতাল সূত্রে খবর, ওই যুবকের গলা কেটে বেরিয়ে এসেছে মাংস। তাই চিকিৎসকরা তাঁর গলায় অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই দুর্ঘটনার খবর পৌঁছে যায় তাঁর পরিবারের সদস্য ও তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে। তাঁরাও হাসপাতালে পৌঁছন।
অয়ন বসুর বন্ধু শ্রীদীপ পাঁজা বলেন, “চিনা মাঞ্জা তো নিষিদ্ধ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও বিশ্বকর্মা পুজো উপলক্ষে কীভাবে প্রশাসনের নজর এরিয়ে এই চিনা মাঞ্জায় ঘুড়ি উড়ছে চতুর্দিকে তা বুঝতে পারছি না। নিষিদ্ধ চিনা মাঞ্জাতেই আমার বন্ধু গুরুতর আহত হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত করুক।” অপরদিকে, খবর যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশের কাছে। ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা। কোথা সেই চিনা মাঞ্জা এল তাও খতিয়ে দেখেন।
প্রসঙ্গত, চিনা মাঞ্জায় দুর্ঘটনা এ রাজ্যে নতুন কোনও ঘটনা নয়। মা উড়ালপুড় সহ বিপজ্জনক চিনা মাঞ্জায় আহত হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। ২০১৬ সালে ১৪ ডিসেম্বর জাতীয় পরিবেশ আদালত দেশজুড়ে এই চিনা মাঞ্জাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপরও কীভাবে পুজোর দিন এই সুতো উড়ল তাই প্রশ্নের মুখে ফেলেছে প্রশাসনকে।