হাওড়া: ঢালাইয়ের কাজ চলাকালীন নির্মীয়মাণ মন্দিরের ছাদ ভেঙে জখম হলেন সাতজন শ্রমিক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার মানিকপুর পুরাতন বাজার এলাকায়। সেখান দুর্গা মন্দিরের একটি মঞ্চ আছে। তার সঙ্গে মন্দিরটি বাড়ানোর জন্য মন্দিরের ছাদ নির্মাণের কাজ চলছিল। সোমবার রাত তখন প্রায় সাড়ে ১১টা। ঢালাইয়ের কাজ সবে শেষ হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মন্দিরের অংশ।
স্থানীয় সূত্রে খবর, সেই সময় শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। ব্যাপক শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এদিকে অত রাতে এমন আওয়াজ শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দা। দ্রুততার সঙ্গে কর্মরত আহত শ্রমিকদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার ও সাঁকরাইল থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। তিনি বলেন, “দুর্গামণ্ডপ হচ্ছিল। ছাদ ঢালাই করতে গিয়ে ছাদটা ভেঙে পড়ে গিয়েছে। সকলেরই লেগেছে।” আহত সাতজনকে স্থানীয় হাজি এসটি মল্লিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দু’জন শ্রমিককে হাওড়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে আর কেউ ভেতরে আটকে আছে কি না তা দেখতে মধ্যরাত পার হয়ে যায়।