হাওড়া: ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলা করতে হাওড়া পুরসভায় খোলা হল কন্ট্রোল রুম। ছুটি বাতিল করা হল বিপর্যয় মোকাবিলা ও নিকাশি বিভাগের কর্মীদের। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী রবিবার রাতে শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এই ঝড় সামাল দিতে হাওড়া পুরসভার পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে।
শুক্রবার হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এই ঝড় নিয়ে আগেই হাওড়া সিটি পুলিশ, প্রশাসন এবং সিইএসসি-র সঙ্গে বৈঠক হয়েছিল। ঝড় সামাল দেওয়ার জন্য পুরসভার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে ইতিমধ্য়েই। শহরের বাসিন্দারা সমস্যায় পড়লে পুরসভার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুমের নম্বর হল ৬২৯২২৩২৮৭০।
২৪ ঘণ্টা এই কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়াও আটটি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। পুরসভার আটটি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি থাকবে বলে জানানো হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে যাতে শহরে জল না জমে যায়, তার জন্য ১১টি পাম্প হাউস চালানোর সঙ্গে ৬৭টি পাম্পের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও ৬টি মোবাইল পাম্প তৈরি রাখা হয়েছে। প্রয়োজন হলেই দ্রুত বিভিন্ন জায়গায় পাঠানো হবে। চেয়ারম্যান জানিয়েছেন দুর্গত মানুষদের জন্য পানীয় জলের পাউচ এবং শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত রাখা হয়েছে।