Howrah: হাওড়া থেকে ছেড়ে লঞ্চটা আসছিল আহিরিটোলায়, মাঝগঙ্গায় দম্পতির কাণ্ড দেখে থ যাত্রীরা

Howrah: এদিকে ঘটনায় ব্যাপক চাপানউতোর শুরু হয়ে যায় লঞ্চে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচঘরা থানার পুলিশ। দু’জনের প্রাথমিক চিকিৎসা করানো হয়। খবর দেওয়া হয়েছে দম্পতির বাড়িতে।

Howrah: হাওড়া থেকে ছেড়ে লঞ্চটা আসছিল আহিরিটোলায়, মাঝগঙ্গায় দম্পতির কাণ্ড দেখে থ যাত্রীরা
লঞ্চ কর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 17, 2025 | 1:43 PM

হাওড়া: সালকিয়া বাধাঘাট থেকে উঠেছিলেন লঞ্চে। টিকিট আহিরিটোলা পর্যন্ত। কিন্তু, লঞ্চ মাঝ গঙ্গায় আসতেই ভয়ঙ্কর কাণ্ড দম্পতির। একসঙ্গে ঝাঁপ স্বামী-স্ত্রীর। যদিও লঞ্চ কর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত এড়ানো গিয়েছে মৃত্যু। চলছে চিকিৎসা। সূত্রের খবর, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা ওই দম্পতির একমাত্র মেয়ের কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। কিডনির সমস্যার জন্যই অকালে চলে গিয়েছে ১১ বছরের ওই কিশোরী। তারপর থেকেই অবসাদ ভুগছিলেন দু’জনে। সে কারণেই আত্মহত্যার চেষ্টা বলে মনে করা হচ্ছে। 

সূত্রের খবর, এদিন সকালে সালকিয়া বাধাঘাট থেকে ভূতল পরিবহনের লঞ্চে কলকাতায় আহিরিটোলা যাবার জন্য উঠেছিলেন ওই দম্পতি। মাঝগঙ্গায় আসতেই একসঙ্গে দু’জনে ঝাঁপ দিয়ে দেন গঙ্গায়। দেখা মাত্রই সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরাও গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। সেফটি টায়ারের সাহায্যে জীবিত অবস্থাতেই দু’জনকে ডাঙ্গায় তোলা সম্ভব হয়। 

এদিকে ঘটনায় ব্যাপক চাপানউতোর শুরু হয়ে যায় লঞ্চে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচঘরা থানার পুলিশ। দু’জনের প্রাথমিক চিকিৎসা করানো হয়। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ।