Howrah: দুপুর থেকে ঘর বন্ধ, ভেতরে দিদি-মায়ের সঙ্গে যুবক, কয়েক ঘণ্টা পর দরজা ভাঙতেই সামনে এল সবটা

Howrah: প্রতিবেশীরা জানিয়েছেন, এদিন দুপুর থেকে বাড়ির দরজা বন্ধ ছিল। প্রথমে তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু, কয়েক ঘণ্টা পরও দরজা না খোলায় সন্দেহ হয়। তখনই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে অনেক ডাকাডাকির পরও কেউ দরজা খোলেনি।

Howrah: দুপুর থেকে ঘর বন্ধ, ভেতরে দিদি-মায়ের সঙ্গে যুবক, কয়েক ঘণ্টা পর দরজা ভাঙতেই সামনে এল সবটা
ঘর থেকে উদ্ধার তিনজনের মৃতদেহImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 10, 2025 | 8:25 PM

হাওড়া: দুপুর থেকেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। কয়েক ঘণ্টা পরও কেউ দরজা খোলেনি। সন্দেহ হয় প্রতিবেশীদের। তারপরই পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভেঙে এক মহিলা ও তাঁর ছেলে-মেয়ের মৃতদেহ উদ্ধার করল। শনিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায়। মৃতদের নাম শেফালি ঘলোই, শুভময় ঘলোই এবং সঙ্গীতা ঘলোই।

বাঁকড়ার দক্ষিণ পল্লিতে শুভময় তাঁর বয়স্ক মা শেফালি ও বিশেষভাবে সক্ষম দিদি সঙ্গীতা ঘলোইকে নিয়ে থাকতেন। জানা গিয়েছে, পিডব্লিউডির অস্থায়ী কর্মী ছিলেন শুভময়। আর্থিক সমস্যা ও ধারদেনায় জড়িয়ে পড়েছিলেন অনেকদিন ধরেই। নিত্যদিন বাড়িতে পাওনাদারদের আনাগোনা চলছিল।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। তার জেরেই বিষাক্ত কিছু খেয়েই তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ওই পরিবারে আর্থিক সমস্যা ছিল। এদিন দুপুর থেকে বাড়ির দরজা বন্ধ ছিল। প্রথমে তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু, কয়েক ঘণ্টা পরও দরজা না খোলায় সন্দেহ হয়। তখনই পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে অনেক ডাকাডাকির পরও কেউ দরজা খোলেনি। পুলিশ তখন দরজা ভেঙে তিনজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।