Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Crime: বন্ধ কারখানায় খেলা করছিল কচিকাঁচার দল, বল কুড়াতে গিয়ে আচমকাই সামনে এল সেই ভয়ানক দৃশ্য

Howrah: অন্যান্য ছুটির দিনের সকালের মতো এদিনও স্থানীয় কচিকাঁচারা ক্রিকেট খেলতে আসে ওই পরিত্যক্ত মিলের গুদামে।

Howrah Crime: বন্ধ কারখানায় খেলা করছিল কচিকাঁচার দল, বল কুড়াতে গিয়ে আচমকাই সামনে এল সেই ভয়ানক দৃশ্য
জুটমিলে উদ্ধার মৃতদেহ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 8:08 AM

হাওড়া: দিনটা ছিল রবিবার। ছুটির দিন। বাড়ির শিশুরা খেলা করছিল বন্ধ হওয়া একটি মিলের গোডাউনের কাছে। কিন্তু হঠাৎ আঁতকে উঠল তারা। কী ঝুলছে ওটা?! সামনে যেতেই খোলসা হল পুরো বিষয়টা। জুটমিলের ওই  গুদাম থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। রামকৃষ্ণপুর ঘাটের কাছে একটি পরিত্যক্ত জুটমিলের গুদাম থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম পবন যাদব (৩০)। রবিবার সকালেওই যুবককে ঝুলতে দেখেন স্থানীয় ছোট শিশুরা।

অন্যান্য ছুটির দিনের সকালের মতো এদিনও স্থানীয় কচিকাঁচারা ক্রিকেট খেলতে আসে ওই পরিত্যক্ত মিলের গুদামে। এরপরই চোখে পড়ে তাদের। স্থানীয় বাসিন্দাদের তারাই জানান। খবর যায় হাওড়া থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বাড়ি ঘটনাস্থলের পাশেই। গ্র‌্যান্ড ফরশোর রোডে। গত শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোন ওই যুবক। তারপর আর বাড়ি ফেরেন না তিনি।

প্রাথমিক তদন্তে নেমে হাওড়া থানার পুলিশের অনুমান, আর্থিক অনটনের জেরে মানসিক অবসাদ। আর সেই থেকেই আত্মহত্যা করেছেন পবন। পুলিশ সূত্রে খবর, করোনা পরিস্থিতির আগে স্কুলবাসের খালাসির কাজ করতেন পবন। তারপর তাঁর কাজ চলে যায়। সেই থেকেই আর্থিক অনটন ও মানসিক অবসাদ শুরু হয়।

এদিকে মৃত যুবকের প্রতিবেশীরা জানান, “সম্প্রতি জুয়া খেলার সঙ্গে জড়িয়ে পড়েন পবন। প্রায় নিত্যদিনই ওই যুবক ফরশোর রোডের ধারে বিভিন্ন কারখানার পরিত্যক্ত গুদামের মধ্যে চালক ও খালাসিদের সঙ্গে বসে জুয়া খেলেতেন তিনি। তাদের অনুমান জুয়া খেলতে গিয়েই তিনি খুন হয়ে থাকতে পারেন। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই যুবকের পরিবারের তরফে হাওড়া থানায় খুনের কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

পুলিশ সূত্রেও জানা গিয়েছে, যে পরিতক্ত গুদামটিতে পবনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেখানে প্রায়ই প্রতি রাতেই মদ, জুয়া ও সাট্টার আসর বসে। ওই আসরে যুবকটির নিয়মিত যাতাযাতও ছিল। পুলিশের দাবি, ওই জুয়ার আড্ডায় পুলিশ একাধিকবার তল্লাশি অভিযান চালালেও এই অপরাধ বন্ধ হয়নি। শনিবার রাতে ওই জুয়ার আড্ডায় ওই যুবক গিয়েছিল কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অধিকারীরা। তবে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পবনের পরিবারের তরফে তাঁকে মারধর করে খুন করা হয়ছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: All India Strike: দেশজুড়ে ২ দিনের ট্রেড ইউনিয়ন ধর্মঘট, ব্যারাকপুর শিল্পাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া