Uluberia: আম পাড়তে যেতেই মর্মান্তিক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অপূর্বর

Uluberia: পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম অপূর্ব মণ্ডল (২৪)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ অর্থাৎ শনিবার বিকেলে একটি লোহার রড নিয়ে একটি গাড়ি যন্ত্রাংশ তৈরি কারখানার ভিতরে আম পাড়ছিলেন অপূর্ব।

Uluberia: আম পাড়তে যেতেই মর্মান্তিক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অপূর্বর
কিশোরের মৃত্যু Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 07, 2025 | 9:49 PM

রাজাপুর: আমপাড়াকে কেন্দ্র করে একের পর এক ঘটনা রাজ্যজুড়ে। এবার আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রাজাপুর থানা এলাকার খলসানি শুড়িখালি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম অপূর্ব মণ্ডল (২৪)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ অর্থাৎ শনিবার বিকেলে একটি লোহার রড নিয়ে একটি গাড়ি যন্ত্রাংশ তৈরি কারখানার ভিতরে আম পাড়ছিলেন অপূর্ব। সেই সময় বৈদ্যুতিক তারে রড ঠেকে যায়। সঙ্গে-সঙ্গে ছিটকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

স্থানীয় বাসিন্দা গৌতম মণ্ডল বলেন, “ওর ঠাকুমা মারা গিয়েছেন। তাঁর আজ কাজ ছিল। তার মধ্যে ও এখানে এসেছিল দুটো কুকুর আছে তাদের খাবার দিতে। হঠাৎ কী মনে হয়েছে আম পাড়তে উঠেছে লোহার রড নিয়ে। তারপর তারে ঠেকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।”