সাঁকরাইল: সাঁকরাইলের ধূলাগড়ের ফুড পার্কের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ পদার্থ মজুত থাকায় চোখের পলকেই আগুন ছড়িয়ে আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় গোটা কারখানা। ব্যাপক উত্তেজনা ছাড়ায় এলাকায়। কারখানার কর্মী, স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে কিছু সময়ের মধ্য়েই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
যদিও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা বাগে আনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। ধন কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। আগুনের দাপট বাড়তে থাকায় শেষে আরও পাঁচটি ইঞ্জিন আনা হয় দমকলের তরফে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, মহিলা পুরুষ মিলিয়ে এই কারখানায় প্রায় হাজারের বেশি কর্মী কাজ করেন। এদিন কারখানা চালু থাকার সময়েই আচমকা গলগল করে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। মুহূর্তেই গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায়। ব্য়াপক আতঙ্কের পরিবেশ তৈরি হয় কর্মীদের মধ্যে। এদিকে ওই এলাকায় এই কারাখান ছাড়াও আরও একাধিক কারখানা রয়েছে। আগুন লাগার খবর চাউর হতে আতঙ্ক ছড়ায় বাকি জায়গাতেও। সেখান থেকেও কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান।