হাওড়া: ভোরের সকালের ঝিম্ তখনও কাটেনি। রাস্তার ধারের ঝুপড়ি দোকান তখন সবেমাত্র খুলছে। আচমকাই একটা বিকট শব্দে গোটা এলাকার ঘুম ভাঙে। স্থানীয় দোকানদার আর পথচলতি কয়েকটা গাড়ির চালক তখন প্রথম দৃশ্যটা দেখতে পান। রাস্তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কয়েকজন। রক্তে ভাসছে রাস্তা। পাশে উল্টে পড়ে রয়েছে একটি লরি। ছড়িয়ে ছিটিয়ে পান সুপারি। লরির নীচে চাপা পড়ে ছিল একটা শরীর। যতক্ষণে টেনে হিঁচড়ে তাঁকে বার করে আনা হয়েছে, সব শেষ। মঙ্গলবার সকালে ডোমজুড়ের শলপে ভয়ঙ্কর দুর্ঘটনা। পান সুপারি বোঝাই লরি উল্টে মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন আরও সাত জন। সকাল পৌনে ছটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, মেচেদা থেকে পান সুপারি বোঝাই ছোট লরিটি কলকাতার শ্যামবাজার যাচ্ছিল। সেখানে মাল নামিয়ে তার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে যাওয়ার কথা ছিল। পথে সলপ ফ্লাইওভারের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। টাল সামলাতে না পেরে রাস্তার মাঝেই উল্টে যায়। লরির পিছনে কয়েকজন ছিলেন। তাঁরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের।
স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত সাত জন এখন চিকিৎসাধীন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, লরির একটি চাকা চলন্ত অবস্থায় ফেটে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।