West Bengal Crime News: তিন মাসের নাতিকে পুকুরে ছুড়ে ফেলে দিলেন ঠাকুমা!

Infant Dead News: অবশ্য আরও এক প্রতিবেশীর দাবি, রাগের মাথায় তিন মাসের এক রত্তিকে খুন করা হয়েছে। এদিন তিনি বলেন, 'রাগের মাথায় এসব করেছে। রেগে গিয়ে বাচ্চাটাকে ছুড়ে ফেলে দিয়েছে। আমরা চাই ওনার কঠোরতম শাস্তি হোক।'

West Bengal Crime News: তিন মাসের নাতিকে পুকুরে ছুড়ে ফেলে দিলেন ঠাকুমা!
হাওড়ায় চাঞ্চল্যImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Nov 25, 2025 | 10:54 AM

হাওড়া: চাদরে মোড়ানো এক রত্তির সন্তান। নিষ্প্রাণ, গোটা শরীর বরফের মতো ঠান্ডা। বাবা-মা কথা বলার পর্যায়ে নেই। কার্যত চেতনাহীন। একটাই প্রশ্ন ঘুরছে তাঁদের মস্তিষ্কে, এমনটা তাঁদের সঙ্গেই কেন হল? মঙ্গলবার তিন মাসের এক সন্তানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডোমজুড়ে। কারণ এই মৃত্যু কোনও ব্য়াধিতে নয়, বরং এর নেপথ্য়ে রয়েছে খুনের তত্ত্ব!

তিন মাসের এক রত্তিকে খুনের অভিযোগ উঠেছে তাঁর ঠাকুমার বিরুদ্ধে। নিজের নাতিকেই পুকুরে ছুড়ে ফেলে দিয়েছেন তিনি। যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ডোমজুড়ের বাগপাড়া এলাকায়। কিন্তু কীভাবে এমন কাণ্ড ঘটালেন ওই বৃদ্ধা? মানসিক ভারসাম্যহীনতাই কি কারণ হল? আপাতত সেই দিকগুলিই খতিয়ে দেখছে পুলিশ।

ইতিমধ্য়ে অভিযুক্ত বৃদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। নাতনিকে খুনের পরেও একেবারে নির্বিকার সে। সূত্রের খবর, পুলিশকে দেওয়া জবানবন্দিতে ওই বৃদ্ধা খুনের কথা স্বীকার করেছেন। কিন্তু কী কারণে এমনটা ঘটালেন তিনি, তা এখনও জানাননি। এদিন এক কর্তব্যরত পুলিশ কর্মী জানিয়েছেন, ‘তিন মাসের ছোট্ট শিশু। পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই পরিস্থিতি সবটাই খতিয়ে দেখা হচ্ছে।’

শাস্তির দাবিতে বিক্ষোভ

অভিযুক্ত বৃদ্ধার শাস্তির দাবিতে উত্তপ্ত হাওড়ার ডোমজুড়। কার্যত বিক্ষোভে বসেছেন এলাকাবাসী। কঠোরতম শাস্তির দাবিতে সুর চড়িয়েছে তাঁরা। এদিন এক প্রতিবেশী বলেন, ‘বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই শেষবার ওঁর ঠাকুমার সঙ্গেই দেখেছিল। তাই ওনাকেই ঘিরে ধরা হয়। তখন উনি স্বীকার করেন নাতিকে পুকুরের জলে ফেলে দিয়েছেন। উনি আরও বলেন, জলে ফেলে দিয়েছি কিন্তু বুঝতে পারিনি মারা যাবে।’

অবশ্য আরও এক প্রতিবেশীর দাবি, রাগের মাথায় তিন মাসের এক রত্তিকে খুন করা হয়েছে। এদিন তিনি বলেন, ‘রাগের মাথায় এসব করেছে। রেগে গিয়ে বাচ্চাটাকে ছুড়ে ফেলে দিয়েছে। আমরা চাই ওনার কঠোরতম শাস্তি হোক।’