তেড়েফুঁড়ে নেমেছে ইডি, ৬০০০ কোটির প্রতারণার তদন্তে হাওড়া-বেহালায় তল্লাশি

Soma Das | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 16, 2025 | 8:43 AM

ED Raid: জানা গিয়েছে, এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। ৬০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তেই এই অভিযান।

তেড়েফুঁড়ে নেমেছে ইডি, ৬০০০ কোটির প্রতারণার তদন্তে হাওড়া-বেহালায় তল্লাশি
চলছে ইডি তল্লাশি।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

হাওড়া: শীতের সকালে ফের ইডি হানা। হাওড়ার শিবপুরে হানা কেন্দ্রীয় সংস্থার। পাশাপাশি বেহালাতেও চলছে তল্লাশি। জানা গিয়েছে, এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। ৬০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলার তদন্তেই এই অভিযান।

জানা গিয়েছে, দীপক জৈন নামক এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। এর আগে ডিসেম্বর মাসে সঞ্জয় সুরেখা নামক এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ছিল ইডি। স্টিল কোম্পানির সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কোটি টাকা উদ্ধার হয়। ২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। ওই ব্যাঙ্ক প্রতারণার সূত্র ধরেই আজকের ইডি হানা।

ইডি সূত্রে খবর, স্টিল কোম্পানির বিরুদ্ধে ৬০০০ কোটি টাকার ব্য়াঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে। বিভিন্ন সংস্থার নাম করে আর্থিক লেনদেন চলত বলেই জানা গিয়েছে। সেই মামলার তদন্তেই আজ সকাল থেকে অ্যাকশন মোডে ইডি।

হাওড়ার পাশাপাশি বেহালাতেও একটি আবাসনে পৌঁছেছে ইডির আধিকারিকরা। চলছে তল্লাশি। সূত্রের খবর, একই মামলাতেই বেহালাতেও অভিযান চালাচ্ছে ইডি।

বিস্তারিত আসছে…

Next Article