Howrah: উন্নয়নের শরিক হতে চান, লাল ছেড়ে ঘাসফুলমুখী হাওড়ার প্রাক্তন মেয়র মমতা
TMC: ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাম পরিচালিত হাওড়া পুরসভার মেয়রও ছিলেন তিনি। তার আগে দু' দু'বারের মেয়র পরিষদ ও একবারের বোরো চেয়ারপার্সন ছিলেন মমতা জসওয়াল। তিনিই এবার লাল ছেড়ে ঘাসফুলের পথে।
হাওড়া: সব ঠিক থাকলে বৃহস্পতিবারই হাওড়ার শরৎ সদনে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতার ব্যানার্জীর দলে যোগদান করবেন মমতা জসওয়াল। দীর্ঘদিনের সিপিএম (CPIM) জেলা কমিটির সদস্য ছিলেন মমতা। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাম পরিচালিত হাওড়া পুরসভার মেয়রও ছিলেন তিনি। তার আগে দু’ দু’বারের মেয়র পরিষদ ও একবারের বোরো চেয়ারপার্সন ছিলেন মমতা জসওয়াল। তিনিই এবার লাল ছেড়ে ঘাসফুলের পথে। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, উন্নয়নের শরিক হতে চান।
যদিও সিপিএম নেতৃত্ব মমতার দলবদলের জল্পনায় কান দিতে নারাজ। তাদের যুক্তি, ২০১৩ সালে পুর নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তো দলের থেকে দূরত্ব তৈরি করেছিলেন মমতা দেবী। অন্যদিকে সে বছরই দীর্ঘদিনের বামেদের দখলে থাকা হাওড়া পুরসভা দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। আর মমতা জসওয়াল জানান বিগত পাঁচ বছর তিনি সিপিএমের সঙ্গে সব সম্পর্ক ছেদ করেছেন। পুরনো দলও ছেড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে তিনি অনুপ্রাণিত। সেই কারণে তৃণমূলে কংগ্রেসে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে এই প্রসঙ্গে হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষের প্রতিক্রিয়া, মমতা জসওয়াল তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলে কোনও খবর নেই তাঁর কাছে। তাই তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না। একদা সিপিএম নেত্রী মমতার দলবদলের জল্পনা নিয়ে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান লগন দেও সিং জানান, সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে মমতা জয়সওয়ালের সঙ্গে দেখা হয় তাঁর। সেখানে প্রাক্তন মেয়র নাকি নিজেই শাসক দলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই মতো তিনি মমতাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে উপদেশ দেন। তিনি আরও বলেন মমতা তার দীর্ঘদিনের সহকর্মী। তাই তিনি তৃণমূলে এলে অবশ্যই স্বাগত জানাবেন।
এদিকে মমতা জসওয়ালের তৃণমূলে যোগদানের বিষয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা উমেশ রাই। তিনি বলেন, “একসময় মমতা জসওয়াল হাওড়ার উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন বলে শাসক দল বিভিন্ন নির্বাচনের ইস্যু করেছিল। আর এখন তাঁকেই দলে নিচ্ছে। আসলে সিপিএমের উন্নততর দল তৃণমূল কংগ্রেস। সেটা তাঁকে দলে নিয়ে তৃণমূল প্রমাণ করল।”
যদিও সিপিএমের জেলা সম্পাদক বিপ্লব মজুমদার বিষয়টিকে গুরুত্বহীন বলে জানান। তিনি বলেন, “মমতা জসওয়াল এখন সিপিএমের সদস্য নন। তাই তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনই নেই।” আর বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলছেন, “এখন পরিস্থিতি পরিবর্তনশীল। মমতা জসওয়াল ইচ্ছে প্রকাশ করেছিলেন। এর পর দলনেত্রীকে জানিয়ে সম্মতি পাবার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”