Howrah Bali: ‘ক্লায়েন্ট’রা সব বিদেশি, বালিতে ফ্ল্যাটের ভিতরই রমরমা ব্যবসা

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Sep 21, 2024 | 7:25 PM

Howrah: পুলিশ জানিয়েছে, নাম করা সফ্টওয়ার কোম্পানির টেকনোলজিকাল সাপোর্ট বিভাগের কর্মী হিসাবে নিজেদের পরিচয় দিয়ে এই প্রতারণা চলত। ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে তাঁদের ফোন করতেন। কম্পিউটার অথবা ল্যাপটপ সারিয়ে দেওয়ার নামে 'এনি ডেস্ক' বা 'টিম ভিউয়ার' ডাউনলোড করিয়ে প্রতারণা চলত।

Howrah Bali: ক্লায়েন্টরা সব বিদেশি, বালিতে ফ্ল্যাটের ভিতরই রমরমা ব্যবসা
উদ্ধার হওয়া নোট।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: কল সেন্টার খুলে লোক ঠকানোর র‍্যাকেটের রমরমা। সল্টলেকে প্রায়শই এমন অভিযোগ আসে। এবার ভুয়ো কল সেন্টারের আড়ালে বিদেশিদের প্রতারণার অভিযোগ উঠল হাওড়ায়। সিটি পুলিশের হাতে তিনজন গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে হাওড়া সিটি পুলিশ ও সাইবার সেলের গোয়েন্দারা বালি ফায়ার ব্রিগেড অফিসের কাছে একটি ফ্ল্যাটে হানা দেয়। সেখান থেকেই তিনজনকে ধরা হয়। ধৃতদের নাম বীরেন্দ্র পাণ্ডে, শ্যাম মিত্তল ও চন্দ্রশেখর রায়।

ওই অফিস থেকে নগদ ২৪ লক্ষ টাকা, ৬টি মোবাইল সেট, ১৪টি সিপিইউ, ১টি ল্যাপটপ, ১৬ টি ডেস্কটপ উদ্ধার হয়েছে। ক্রিপ্টো কারেন্সি অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার ৩০০ কানাডিয়ান ডলারও উদ্ধার করেন তদন্তকারীরা।

হাওড়া সিটি পুলিশের ডিসি (নর্থ) বিশপ সরকার শনিবার সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, সূত্র মারফত খবর পেয়ে বালির ওই কল সেন্টারের উপর পুলিশি নজরদারি চলছিল। এরপরই শুক্রবার রাতে অভিযান চালায় পুলিশ। জেরার মুখে ধৃতরা জানিয়েছে, মূলত বিদেশি নাগরিকরাই তাঁদের টার্গেট ছিল।

পুলিশ জানিয়েছে, নাম করা সফ্টওয়ার কোম্পানির টেকনোলজিকাল সাপোর্ট বিভাগের কর্মী হিসাবে নিজেদের পরিচয় দিয়ে এই প্রতারণা চলত। ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে তাঁদের ফোন করতেন। কম্পিউটার অথবা ল্যাপটপ সারিয়ে দেওয়ার নামে ‘এনি ডেস্ক’ বা ‘টিম ভিউয়ার’ ডাউনলোড করিয়ে প্রতারণা চলত।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রায় এক বছর ধরে এই চক্র কাজ করছিল। এভাবেই অনেক কানাডিয়ান নাগরিকের টাকা তারা হাতিয়ে নিয়েছেন। এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক কোনও প্রতারণা চক্রের যোগ আছে কি না তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Next Article