Panchayat Election Result 2023 violence: গভীর রাতে পুড়ে ছারখার বিজেপি প্রার্থীর বাড়ি, উত্তপ্ত আমতা

Supradeep Mondal | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 14, 2023 | 11:04 AM

Panchayat Election Result 2023 violence: অভিযোগ, বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে নাকি কোনও ভাবেই যোগাযোগ করা যায়নি।

Panchayat Election Result 2023 violence: গভীর রাতে পুড়ে ছারখার বিজেপি প্রার্থীর বাড়ি, উত্তপ্ত আমতা
বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

আমতা: গভীর রাতে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাওড়ার আমতায়। গণনার পর থেকেই এই এলাকা থেকে অশান্তির অভিযোগ সামনে আসছিল। হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলের নেতারা। বৃহস্পতিবার রাতে বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সোমা রায় সহ ৬ বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়েছেন বলেও সূত্রের খবর। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ছাড়া আর কেউ এ কাজ করতে পারে না।

আমতা বিধানসভার অন্তর্গত আমড়াগোড়ি অঞ্চলের বিজেপির গ্রামসভার প্রার্থী সোমা রায়। অভিযোগ, বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও ফোনে পাওয়া যায়নি বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। আতঙ্কে গ্রাম ছাড়া এলাকার একাধিক পরিবার।

হাওড়া গ্রামীণের বিজেপির জেলা সাধারণ সম্পাদক দ্বিজেন অধিকারী জানিয়েছেন, অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘পুলিশ ওদের দলদাস। মনোনয়ন থেকে দেখছি, পুলিশ ওদের কথা মতো চলছে। বিজেপি বারবার আক্রান্ত হওয়া সত্ত্বেও পুলিশ কিছু করছে না।’

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমা রায়ের বাড়ি কীভাবে পুড়েছে, সেই ছবি তিনি টুইটারে পোস্ট করেছেন। তাঁর দাবি, গ্রামাঞ্চলে ভোট পরবর্তী হিংসার শিকার কয়েক হাজার বিরোধী দলেনর কর্মী। তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে তাঁদের গ্রামছাড়া করা হচ্ছে বলেও দাবি করেছেন শুভেন্দু। বারবার চেষ্টা করা হলেও ফোনে যোগাযোগ করা যায়নি স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে।

Next Article