হাওড়া: স্প্রিং তৈরির কারখানার বয়লারে ভয়াবহ আগুন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুনের লেলিহান শিখা। হাওড়ার দাসনগর সিটিআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘটনা। এখানে প্রচুর কারখানা রয়েছে। মূলত লোহার কারখানা এখানে। বৃহস্পতিবার এখানে হিট ট্রিটমেন্ট করার সময় আগুন লাগে বলে জানা গিয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ছুটে আসেন এলাকার লোকজন। সে সময় কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। ভয়াবহ আগুন দেখে কোনওমতে ছুটে বেরিয়ে আসেন তাঁরাও। প্রাথমিকভাবে আগুন নেভাতে এলাকার লোকজন ও শ্রমিকরা এগিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে।
এরপরই দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল ঠিক সময়ে না এলে আগুন আশেপাশের কারখানায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ না জানা গেলেও আহত বা হতাহতের কোন খবর নেই।
প্রচুর পরিমাণে তরল দাহ্য পদার্থ মজুত ছিল এই কারখানায়। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। দমকল আধিকারিক রামকৃষ্ণ সাহা জানান, পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষকে সমস্ত কাগজপত্র নিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।