Fire: ঘুসুড়িতে প্লাস্টিকের গোডাউনে আগুন, কালো ধোঁয়ায় ঢাকছে এলাকা
Howrah: এরকমই এক গোডাউনের চারতলার ছাদ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রচুর দাহ্য বস্তু গোডাউনের তিনতলার ঘরে মজুত ছিল। ফলে সহজেই আগুন ছড়িয়ে পড়ে।
হাওড়া: ঘুসুড়ির প্লাস্টিক গোডাউনে আগুন। মঙ্গলবার সকালে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যেহেতু এলাকা অত্যন্ত ঘিঞ্জি, তাই প্রবল আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘুসুড়ির নস্করপাড়া এলাকায় একাধিক কারখানা ও গোডাউন রয়েছে।
এরকমই এক গোডাউনের চারতলার ছাদ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রচুর দাহ্য বস্তু গোডাউনের তিনতলার ঘরে মজুত ছিল। ফলে সহজেই আগুন ছড়িয়ে পড়ে।
ভিতর থেকে কিছু ফাটারও শব্দ আসতে থাকে। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আগুনের ভয়াবহতার উপর নির্ভর করে দমকলের ইঞ্জিন আরও বাড়তে পারে।