Dhulagarh: ঘর ভাড়া নিয়ে এই ব্যবসা? ধূলাগড় থেকে বড়সড় চক্রকে ধরল পুলিশ

Howrah: হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে সেই খবর পায়। এরপরই বৃহস্পতিবার দুপুরে সেখানে হানা দেয়। ৫ হাজার বাক্স সিরাপ উদ্ধার করা হয়। প্রত্যেকটি বাক্সে ১০০ মিলিলিটারের ১০০টি করে সিরাপের বোতল ছিল। পুলিশ সূত্রে খবর বাজেয়াপ্ত করা ওই কাশির সিরাপের বাজার মূল্য ৮ কোটি টাকা।

Dhulagarh: ঘর ভাড়া নিয়ে এই ব্যবসা? ধূলাগড় থেকে বড়সড় চক্রকে ধরল পুলিশ
নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার।Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Sep 26, 2024 | 9:15 PM

হাওড়া: ৮ কোটি টাকার নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হল এবার। ধূলাগড় গুদাম থেকে এই সিরাপ উদ্ধার করা হয়েছে। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাঁকরাইলয়ের ধূলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে থাকা একটি গুদাম হানা দেন তদন্তকারীরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ হাওড়া সিটি পুলিশের একটি টিম হানা দেয়। হাতেনাতে ধরে ফেলে পাঁচজনকে।

পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক আগের ঘটনা। গুদামের ম্যানেজার মোহিত আগরওয়াল শঙ্কর সরকার নামে বালির এক ব্যবসায়ীকে ভাড়া দেন। অভিযোগ, এরপর থেকেই এখানে নিষিদ্ধ কাশির সিরাপের রমরমা ব্যবসা শুরু হয়।

হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে সেই খবর পায়। এরপরই বৃহস্পতিবার দুপুরে সেখানে হানা দেয়। ৫ হাজার বাক্স সিরাপ উদ্ধার করা হয়। প্রত্যেকটি বাক্সে ১০০ মিলিলিটারের ১০০টি করে সিরাপের বোতল ছিল। পুলিশ সূত্রে খবর বাজেয়াপ্ত করা ওই কাশির সিরাপের বাজার মূল্য ৮ কোটি টাকা।

ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করে তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। শুক্রবার ৫ জনকে হাওড়া আদালতে তোলা হবে। পুলিশ তাদের হেফাজতে নিতে চাইতে পারে ধৃতদের। লক্ষ্য একটাই, এর শিকড় কতদূর গিয়েছে, তা খুঁজে বের করা। এই নেশার জিনিস কোথায় নিয়ে যাওয়া হতো, তাও জানতে চায় পুলিশ।