German Tourist: বুধবার যাওয়ার কথা ছিল বেনারস, তার আগেই হাওড়ায় মৃত্যু জার্মান পর্যটকের, ঘনাচ্ছে রহস্য

German Tourist: ত্যুকে ঘিরে ঘনাচ্ছে রহস্য। অনেকেই বার্ধক্যজনিত অসুস্থতার কথা বললেও ধোঁয়াশা রয়েই যাচ্ছি। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বি গার্ডেন থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

German Tourist: বুধবার যাওয়ার কথা ছিল বেনারস, তার আগেই হাওড়ায় মৃত্যু জার্মান পর্যটকের, ঘনাচ্ছে রহস্য
তদন্তে নেমেছে পুলিশ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 26, 2024 | 10:47 PM

হাওড়া: বাংলায় এসে অস্বাভাবিক মৃত্যু জার্মান পর্যটকের। সূত্রের খবর, হাওড়ার বি গার্ডেন থেকে স্পেশ্যাল ক্রুজে বুধবার বেনারস যাওয়ার কথা ছিল বেশ কয়েকজন জার্মান পর্যটকের। সেই দলেই ছিলেন ৯১ বছরের রিচার্ড কার্ল ম্যাক্স। তার আগেই অঘটন। আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই বিদেশি পর্যটক। দ্রুত তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। 

কিন্তু, তাঁর মৃত্যুকে ঘিরে ঘনাচ্ছে রহস্য। অনেকেই বার্ধক্যজনিত অসুস্থতার কথা বললেও ধোঁয়াশা রয়েই যাচ্ছি। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে বি গার্ডেন থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শারীরিক সমস্যার জেরেই আচমকা মৃত্যু হয়ে থাকতে পারে। তবে আসল উত্তর পেতে সকলেই তাকিয়ে ময়নাতদন্তের রিপোর্টের দিকে। 

ইতিমধ্যেই বি গার্ডেন থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। একইসঙ্গে জার্মান পর্যটকদের দলে থাকা বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশপাশের লোকজনকেও।