Viswakarma Puja: শিল্পের রুগ্ন দশা, হাওড়া শিল্পাঞ্চলে উধাও বিশ্বকর্মা পুজোর জাঁকজমক

Subrata Banerjee | Edited By: অংশুমান গোস্বামী

Sep 18, 2023 | 8:10 AM

একসময় শিল্পের অগ্রগতির জন্য হাওড়াকে শেফিল্ড বলা হতো। সেই সময় বহু বড় কলকারখানার পাশাপাশি অনুসারী শিল্প হিসাবে মাঝারি ও ছোট কারখানার রমরমা বাজার ছিল। বিশ্বকর্মা পুজো হতো জাঁকজমক করে। কিন্তু বর্তমানে সেই সুদিন আর নেই। বহু কারখানা বন্ধ।

Viswakarma Puja: শিল্পের রুগ্ন দশা, হাওড়া শিল্পাঞ্চলে উধাও বিশ্বকর্মা পুজোর জাঁকজমক
বিশ্বকর্মা পুজো

Follow Us

হাওড়া: আজ বিশ্বকর্মা পুজো। মূলত রাজ্যের শিল্পাঞ্চলগুলিতে এই পুজোর জাঁকজমক ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন বিশ্বকর্মা পুজোর আর সেই জৌলুস নেই রাজ্যের শিল্পাঞ্চলগুলিতে। একই পরিস্থিতি দেখা গেল হাওড়ার শিল্পাঞ্চলেও। কারণ ওই এলাকার বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে। যেগুলো চলছে সেগুলির দশাও রুগ্ন। হাওড়ার এই শিল্পের রুগ্নদশাকে আগামী লোকসভা নির্বাচনে ইস্যু করে পথে নেমে পড়েছে বিজেপি।

একসময় শিল্পের অগ্রগতির জন্য হাওড়াকে শেফিল্ড বলা হতো। সেই সময় বহু বড় কলকারখানার পাশাপাশি অনুসারী শিল্প হিসাবে মাঝারি ও ছোট কারখানার রমরমা বাজার ছিল। বিশ্বকর্মা পুজো হতো জাঁকজমক করে। কিন্তু বর্তমানে সেই সুদিন আর নেই। বহু কারখানা বন্ধ। যে সমস্ত কারখানা রয়েছে সেখানে কোনও রকমে পুজো হয়।প্রতিমার বদলে ঘট পুজো করেন অনেক ব্যবসায়ী।

গৌতম রায় নামে এক ব্যবসায়ী বলেছেন, “শিল্পের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আবার রাজনীতি ঢুকে পড়েছে। রুগ্ন শিল্প চাঙ্গা করার সদিচ্ছা কারও নেই।” হাওড়ার শিল্পকে এবার অন্যতম ইস্যু করে লোকসভা নির্বাচনে লড়াই করবে বিজেপি। সম্প্রতি হাওড়ায় একটি জনসভায় এসে হাওড়ার শিল্প নিয়ে শাসক দলের তীব্র সমালোচনা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির এই কটাক্ষ প্রসঙ্গে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরন দফতরের মন্ত্রী অরূপ রায় বলেছেন, “বাম আমলে কারখানা বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শিল্প এনেছেন। হাওড়া তার ব্যতিক্রম নয়। বিরোধীদের কাজ হল সমালোচনা করা। তাতে কিছু যায় আসে না।”

Next Article