Howrah: ভোটের মুখে এগুলো কী চলছে হাওড়ায়? কোথায় যাচ্ছে এসব অস্ত্র

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

May 03, 2024 | 8:46 PM

Howrah: পঞ্চম দফায় ২০ মে হাওড়ায় ভোট। ভোটের আগে বারবার শিরোনামে উঠে আসছে হাওড়া। কখনও নগদ টাকা উদ্ধার, কখনও আবার খুনোখুনির ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে। অনেকেই বলছে, হাওড়া যেহেতু একাধিক জেলায় যাওয়ার প্রবেশপথ, ফলে সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে দুষ্কৃতীরা।

Howrah: ভোটের মুখে এগুলো কী চলছে হাওড়ায়? কোথায় যাচ্ছে এসব অস্ত্র
এই অস্ত্রগুলি উদ্ধার হয়েছে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: ভোটের আগে হাওড়ায় আবারও উদ্ধার হল গুলি, আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় হাওড়া সিটি পুলিশের হাওড়া থানার অ্যান্টি ক্রাইম টিম। হাওড়া মাছ বাজার সংলগ্ন এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একইসঙ্গে গ্রেফতার হন ৩৪ বছর বয়সি এক যুবক। কিছুদিন আগেই পান্ডুয়া থানার পুলিশ একটি দেশি বন্দুক, দু’রাউন্ড গুলি এবং একটি ভোজালি উদ্ধার করে বলে খবর।

পঞ্চম দফায় ২০ মে হাওড়ায় ভোট। ভোটের আগে বারবার শিরোনামে উঠে আসছে হাওড়া। কখনও নগদ টাকা উদ্ধার, কখনও আবার খুনোখুনির ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে।

অনেকেই বলছে, হাওড়া যেহেতু একাধিক জেলায় যাওয়ার প্রবেশপথ, ফলে সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে দুষ্কৃতীরা। গত রাতে আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধারের পাশাপাশি রমাশঙ্কর সাউ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তিনি নিজেকে প্রোমোটার বলে দাবি করেন। তাঁকে জেরা করেই তাঁর অফিস থেকে উদ্ধার হয় আরও ১৮ রাউন্ড কার্তুজ। ধৃত ব্যক্তি নির্বাচনের আগে কোথা থেকে এই অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জোগাড় করলেন, উদ্দেশ্যই বা কী ছিল, তা খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ। শুক্রবার হাওড়া আদালতে তোলা হয় ধৃতকে। পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Next Article