Shivpur: ক’দিন বাড়ি ছিলেন না, মঙ্গলবার রাতে ফিরেই বুধবার সকালে স্ত্রীকে ‘গুলি’, শিবপুরে আবাসনে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Shivpur Gun Fire: শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ডে ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। এখানেই থাকেন ব্যবসায়ী গোপাল যাদব ও তাঁর স্ত্রী পুনম। গোপাল যাদবের পিস্তল থেকে গুলি চলে। একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন আহত ওই মহিলাকে লিফটে ১৫ তলা থেকে নামেন।

Shivpur: কদিন বাড়ি ছিলেন না, মঙ্গলবার রাতে ফিরেই বুধবার সকালে স্ত্রীকে গুলি, শিবপুরে আবাসনে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
গুলিবিদ্ধ মহিলা!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 19, 2025 | 2:51 PM

হাওড়া: শিবপুরে অভিজাত আবাসনে মহিলাকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মহিলার স্বামীই গুলি চালিয়েছেন। অভিযুক্ত গোপাল যাদবকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় গুলিচালনার কথা স্বীকার করেছেন গোপাল যাদব। বুধবার সকালে শিবপুরে একটি অভিজাত আবাসনে গুলি চলে। পুনম যাদব নামে ওই মহিলার মাথায় গুলি লাগে। গুরুতর জখম অবস্থায়  কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ডে ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। এখানেই থাকেন ব্যবসায়ী গোপাল যাদব ও তাঁর স্ত্রী পুনম। গোপাল যাদবের পিস্তল থেকে গুলি চলে। একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন আহত ওই মহিলাকে লিফটে ১৫ তলা থেকে নামেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন।

গোপাল যাদবকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে গোপাল যাদব জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরেই তিনি গুলি চালিয়েছেন।তবে এর পেছনে অন্য কোনও অভিসন্ধি রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পিস্তলটি বৈধ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিজাত এই আবাসনে এরমক ঘটনা প্রথম ঘটল বলে জানিয়েছেন আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মা। নিরাপত্তারক্ষী বলেন, “আমি তো ভিতরকার খবর সেভাবে বলতে পারব না। তবে এটুকু জানি, গত কয়েকদিন গোপাল যাদব ফ্ল্যাটে ছিলেন না। বাইরে গিয়েছিলেন। মঙ্গলবার রাতেই তিনি ফিরেছিলেন। বৃহস্পতিবার সকালে তো শুনি এই ঘটনা। আবাসনের ১৫ তলায় স্বামী-স্ত্রীই থাকতেন।”